ঢাকা মঙ্গলবার, ১১ই ফেব্রুয়ারি ২০২৫, ২৯শে মাঘ ১৪৩১


সমাধান ছাত্রসংসদ নির্বাচনে?

লেজুড়বৃত্তির কবলে বর্তমান ছাত্র রাজনীতি


৩০ জানুয়ারী ২০২৫ ২০:২১

আপডেট:
১১ ফেব্রুয়ারি ২০২৫ ০১:৫৪

ইতিহাসের সেই আদিকাল থেকেই চলছে বিভিন্ন রাজনৈতিক চর্চা। মানুষকে বলা হয়ে থাকে রাজনৈতিক প্রাণী। ছাত্রজীবন মানুষের জীবনের স্বর্ণ সময়। আমাদের দেশে ছাত্র রাজনীতির রয়েছে একটি গৌরবময় ঐতিহ্য। প্রতিটি আন্দোলন-সংগ্রামে সামনে থেকে নেতৃত্ব দিয়েছে ছাত্ররা। তাদের হাত ধরেই এসেছে সমাজে নানা পরিবর্তন। ছাত্র রাজনীতি ছাত্রদের মধ্যে রাজনৈতিক সচেতনতা এবং সামাজিক উন্নয়নে ভূমিকা রাখার সুযোগ তৈরি করে দেয়। 

ছাত্র রাজনীতি হলো সাধারণ ছাত্রদের কল্যাণের রাজনীতি। ছাত্র রাজনীতির মূল উদ্দেশ্য হলো তরুণদের মধ্যে নেতৃত্বের গুণাবলি তৈরি করা, সমাজ সচেতনতা বৃদ্ধি করা এবং জাতীয় সমস্যা গুলো সমাধানে ভূমিকা রাখা। ছাত্র রাজনীতি হবে শিক্ষা প্রতিষ্ঠান কেন্দ্রিক। সেখানে আলোচনা হবে কীভাবে  সবাই একত্রিত হয়ে কোনো প্রকার হিংস্রতা ছাড়া নিজেদের অধিকার আদায় করা যায়। কিন্তু বর্তমান ছাত্র রাজনীতি অনেকটাই এর বিপরীতে। বর্তমানে দেখা যাচ্ছে লেজুড়বৃত্তিক রাজনীতি। ক্যাম্পাসে ছাত্র রাজনীতি তাদের মূল উদ্দেশ্য থেকে সরে গিয়ে রাজনৈতিক দলগুলোর হাতিয়ার হিসেবে ব্যবহৃত হচ্ছে। তারা  বিভিন্ন অনৈতিক কাজের সঙ্গে জড়িয়ে পড়ছে, হেনস্তা করছে সাধারণ ছাত্রদের। রাজনৈতিক দলের ট্যাগ ব্যবহার করে ক্ষমতার বড়াই দেখাচ্ছে, করছে ক্ষমতার অপব্যবহার। নবীন শিক্ষার্থীদের জোড় করে তাদের দলের অন্তর্ভুক্ত করছে। সাধারণ ছাত্রদের জিম্মি করে তাদের দিয়ে করানো হচ্ছে চাঁদাবাজি, সন্ত্রাসী কর্মকাণ্ড। যার সবই হচ্ছে রাজনৈতিক দলগুলোর নির্দেশে, তারা ছাত্রদের ব্যবহার করে নিজেদের স্বার্থ সিদ্ধি করছে। রাজনৈতিক দলগুলোর নির্দেশ পালনেই  তারা ব্যস্ত সময় পার করে, যা প্রকৃত রাজনৈতিক চর্চার বিপরীত। 

বর্তমানে ছাত্ররাজনীতি নিয়ে যে-সব সমস্যা দেখা দিয়েছে তা খুব দ্রুতই সমাধান করতে হবে। ছাত্র রাজনীতিকে লেজুড়বৃত্তি থেকে মুক্ত করতে হবে। ছাত্র সংসদ সুষ্ঠু ভাবে পরিচালনা করে শিক্ষার্থীদের কাঠামোগত রাজনীতির সুযোগ দিতে হবে, জ্ঞান চর্চার জায়গা করে দিতে হবে। বিশ্ববিদ্যালয় বা ক্যাম্পাস ছাত্র রাজনীতি হতে হবে ছাত্র প্রতিনিধি কেন্দ্রিক, ছাত্র সংসদ কেন্দ্রিক। সাধারণ শিক্ষার্থীদের সমস্যা সমাধান ও ক্যাম্পাসে সুষ্ঠু পরিবেশ তৈরি ই হবে তাদের লক্ষ্য। ছাত্র রাজনীতি যদি আদর্শগত, নীতি নিষ্ঠ এবং শিক্ষার্থীদের কল্যাণের জন্য পরিচালিত হয় তবে এটি সমাজ ও রাষ্ট্রের জন্য কল্যাণকর হবে। সঠিক নীতিমালা ও নিয়ন্ত্রণ থাকলে ছাত্র রাজনীতি ইতিবাচক ভূমিকা রাখবে। ছাত্ররা ছাত্রদের কল্যাণে, ছাত্রদের মঙ্গলে রাজনীতি করবে এটাই প্রত্যাশিত।

 

নুসরাত জাহান অর্পিতা

শিক্ষার্থী

গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ 

জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ঢাকা


ছাত্ররাজনীতি, ছাত্রসংসদ, নির্বাচন, লেজুড়বৃত্তি