ঢাকা শুক্রবার, ৪ঠা এপ্রিল ২০২৫, ২২শে চৈত্র ১৪৩১


আওয়ামীলীগ হিন্দুদের জিম্মি করে দলভুক্ত করার অপচেষ্টায়: বরকত উল্যাহ বুলু


১০ অক্টোবর ২০২৪ ১৫:২১

আপডেট:
৪ এপ্রিল ২০২৫ ২৩:০৫

বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান বরকত উল্যাহ বুলু বলেছেন, আওয়ামীলীগ হিন্দুদের জিম্মি করে দলভুক্ত করার অপচেষ্টায় লিপ্ত ছিল। কারণ তারা গণতন্ত্রকে হত্যা করে, বাক স্বাধীনতা কেড়ে নেয়। দেশে গণতান্ত্রিক পরিবেশ থাকলে হিন্দু সম্প্রদায়ের সাথে ভুলবুঝাবুঝি থাকতোনা বাংলাদেশে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কেউই সংখ্যালঘু নয়। দেশে গণতান্ত্রিক পরিবেশ থাকলে হিন্দু সম্প্রদায়ের সাথে ভুলবুঝাবুঝি থাকতোনা

বরকত উল্যাহ বুলু শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে বুধবার (৯ অক্টোবর) দুপুরে নোয়াখালীর চৌমুহনী শ্রী শ্রী রাম চন্দ্র দেবের সমাধি ক্ষেত্রে বেগমগঞ্জ উপজেলা ও চৌমুহনী পৌরসভার ২৫টি পূজা মণ্ডপে আর্থিক অনুদান, খাদ্য-ঔষধ সামগ্রী পূজা মন্ডপের সভাপতি সাধারণ সম্পাদকের নিকট বিতরন করেন।
এসময় তিনি আরও বলেন, দেশে গণতান্ত্রিক সরকার ও ন্যায় বিচার থাকলে সবাই ধর্মীয় উৎসব নির্বিঘ্নে পালন করতে পারে।

বেগমগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি কামাখ্যা চন্দ্র দাসের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য শামীমা বরকত লাকী, পৌর বিএনপির সভাপতি জহির উদ্দিন হারুন ও জেলা বিএনপির ক্রীড়া সম্পাদক মোর্শেদুল আমিন ফয়সাল বিএনপি নেতা আবেদ সহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।