ঢাকা বৃহঃস্পতিবার, ৩রা জুলাই ২০২৫, ২০শে আষাঢ় ১৪৩২


কক্সবাজারে যুবলীগ কর্মীকে কুপিয়ে খুন


প্রকাশিত:
৩১ ডিসেম্বর ২০১৮ ০২:০৩

পেকুয়া উপজেলার রাজাখালী এলাকায় বিএনপি সমর্থকদের হামলায় হাফেজ মো. আব্দুল্লাহ আল ফারুক (২৫) নামের এক যুবলীগ কর্মী নিহত হয়েছেন।

পেকুয়া উপজেলার রাজাখালী এলাকায় বিএনপি সমর্থকদের হামলায় হাফেজ মো. আব্দুল্লাহ আল ফারুক (২৫) নামের এক যুবলীগ কর্মী নিহত হয়েছেন।

স্থানীয়রা জানান, নিহতের পিতার নাম আবুল কালাম। রোববার সকাল সাড়ে দশটার দিকে মাতব্বর পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে তার ওপর হামলা চালানো হয়।

বিএনপির একদল সমর্থক হঠাৎ হামলা চালিয়ে পালিয়ে যায়। যাওয়ার আগে ফারুককে তারা কুপিয়ে রেখে যান। এলাকাবাসী তাকে উদ্ধার করে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জাকের হোসেন ভূঁইয়া জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

কক্সবাজার-১ আসনে বিএনপির হয়ে লড়ছেন সালাহউদ্দিন আহমেদ। তার দলের দায়িত্বশীল কেউ এ ব্যাপারে মন্তব্য করতে রাজি হননি।

সহকারী রিটার্নিং কর্মকর্তা মাহাবুবুল করিম দেশ রূপান্তরকে বলেন, সংঘর্ষের খবর পেয়ে অতিরিক্ত বিজিবি মোতায়েন করা হয়েছে।