ঢাকা শনিবার, ১৯শে এপ্রিল ২০২৫, ৭ই বৈশাখ ১৪৩২


নারায়ণগঞ্জে বাসায় আগুন, দগ্ধ ৯


১৯ ডিসেম্বর ২০১৮ ২২:৪২

আপডেট:
১৯ এপ্রিল ২০২৫ ০৬:১০

নারায়ণগঞ্জের ফতুল্লায় হকবাজার এলাকার একটি বাসার তৃতীয় তলায় আগুন লেগে একই পরিবারের ৯ জন দগ্ধ হয়েছেন।

ঢাকা: নারায়ণগঞ্জের ফতুল্লায় হকবাজার এলাকার একটি বাসার তৃতীয় তলায় আগুন লেগে একই পরিবারের ৯ জন দগ্ধ হয়েছেন। তারা হলেন, শ্রীনাথ চন্দ্র বর্মন (৩৬), মা ছায়া রানী (৬০), স্ত্রী অর্চনা রানী (৩০), মেয়ে অনামিকা (১৫), ছেলে অর্পিদ চন্দ্র বর্মন(৯), বোন সুনিত্রা রানী (২৭), ভাতিজা প্রমিদ চন্দ্র বর্মন (১৪), শাওন চন্দ্র বর্মন (১০), বোন জামাই নারায়ন চন্দ্র বর্মন (৪০)।

দগ্ধ অবস্থায় আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। বুধবার (১৯ ডিসেম্বর) ভোর সাড়ে ৫টার দিকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুন লাগার কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি।

দগ্ধ শ্রীনাথ জানান, ঘুম থেকে উঠে তিনি বৈদ্যুতিক সুইচ অন করার সময় দুর্ঘটনার সূত্রপাত হয়।

শ্রীনাথের আত্মীয় অনাথ রায় জানান, তাদের বাসা নারায়ণগঞ্জের ফতুল্লার শিবু মার্কেট হকবাজার এলাকায়। তারা চার তলা ভবনের তৃতীয় তলায় ভাড়া থাকে। ভোরে ঘুমন্ত অবস্থায় তাদের ঘরে আগুন লেগে যায়। পরে চিৎকার শুনে আশেপাশের লোকজন তাদের উদ্ধার করে বার্ন ইউনিটে নিয়ে আসে। তারা ধারণা করছেন গ্যাসের চুলা থেকে এই আগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

ঢামেক হাসপাতালের পুলিশ বক্সের ইনচার্জ (এসআই) বাচ্চু মিয়া বলেন, অগ্নিদগ্ধের ঘটনায় শিশু নারী সহ ৯জন হাসপাতালে ভর্তি হয়েছে। এদের মধ্যে চার-পাঁচ জনের অবস্থা গুরুতর।

ফতুল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুর কাদের বলেন, ভোরের দিকে হকবাজারের একটি বাসায় অগ্নিদগ্ধের ঘটনা ঘটে। এতে ৯জন দগ্ধ হয়। ধারণা করা হচ্ছে গ্যাসের চুলার লিকেজ থেকে আগুনের ঘটনা ঘটেছে। তবুও বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।