আমি সারা বাংলাদেশের তারুণ্যের প্রতিনিধি:শেখ তন্ময়

আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাগেরহাট-২ আসনে মনোনয়ন পেয়েছেন শেখ সারহান নাসের তন্ময়। বিনয়ী, সুদর্শন, তেজদীপ্ত ও তারুণ্যের প্রতিনিধি হিসেবে চমক দেখাবেন তিনি, এমনটাই প্রত্যাশা ভক্ত-সমর্থকদের।
রাজনীতিতে শেখ পরিবারের তৃতীয় প্রজন্মের সদস্য হিসেবে এরইমধ্যে সবার নজর কাড়তে সক্ষম হয়েছেন শেখ তন্ময়। এখান থেকে শুরু করে বহুদূর এগিয়ে যেতে চান তিনি। শুধু বাগেরহাট নয়, সারা দেশের তরুণদের প্রতিনিধি হিসেবে কাজ করার স্বপ্ন দেখেন তিনি। এজন্য সকলের কাছে দোয়া চেয়েছেন তন্ময়।
দলের মনোনয়ন পাবার পর তিনি বলেন, "আমাদের অনেক স্বপ্ন আছে, আমরা সুন্দর বাংলাদেশ চাই। শুধু বাগেরহাটের নয়, সারা বাংলাদেশের তরুণ প্রজন্মের আমি একজন প্রতিনিধি। বাগেরহাটের পাশাপাশি সারা বাংলাদেশের তরুণ প্রজন্মের মতো আমারও অনেক স্বপ্ন আছে"।
এ সম্পর্কে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছাত্রনেতা আসিফ তালুকদার বলেন,বঙ্গবন্ধু পরিবারের তৃতীয় প্রজন্মের এই নেতাকে বাগেরহাট-২ আসনের (সদর ও কচুয়া) মানুষ গত দুইবছর আগে থেকেই তাকে বরণ করে নিয়েছে।মনোনয়ন পাওয়ার পর শুধু বাগেরহাটেই নয়, সারা বাংলাদেশের মানুষ তাকে বরণ করে নিয়েছে । বাগেরহাটে-২আসনে মনোনয়ন পাওয়ায় তরুণ ও যুবক নেতা-কর্মীদের মধ্যে প্রাণের সঞ্চার হয়েছে।
তিনি আরো বলেন,যুগে যুগে তরুণেরা তাদের নেতৃত্বের গুণে কাঙ্ক্ষিত ইতিবাচক পরিবর্তনের সূচনা করেছে। তার রাজনীতিতে আসায় দলের তরুণদের মাঝে শৃঙ্খলা ফিরেছে। এসেছে প্রাণ-চাঞ্চল্য।
এছাড়াও তরুণ নেতা তন্ময়ের প্রশংসায় পঞ্চমুখ বাগেরহাট জেলা আওয়ামী লীগের সভাপতি ও বাগেরহাট-৪ আসনের সংসদ সদস্য ডা. মোজাম্মেল হোসেনও।