ঢাকা বৃহঃস্পতিবার, ২৫শে এপ্রিল ২০২৪, ১৩ই বৈশাখ ১৪৩১


ঘ ইউনিটের ফল প্রকাশ করেই তুরস্কে গেছেন ঢাবি ভিসি, ফিরবেন কবে?


১৯ অক্টোবর ২০১৮ ০৬:১৫

আপডেট:
১৯ অক্টোবর ২০১৮ ০৬:১৬

ইস্তাম্বুলে অনুষ্ঠেয় ৫ দিনব্যাপী এক আন্তর্জাতিক সেমিনারে প্রধান অতিথি হিসেবে যোগ দিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান ১৭ অক্টোবর ২০১৮ বুধবার ভোরে ঢাকা ত্যাগ করেন। আগামী ২২ অক্টোবর উপাচার্য দেশে ফিরবেন বলে আশা করা যাচ্ছে।

দি ইস্তাম্বুল ফাউন্ডেশন ফর সায়েন্স এন্ড কালচার (আইএফএসসি)-এর উদ্যোগে ১৭ অক্টোবর থেকে ২১ অক্টোবর ২০১৮ পর্যন্ত এই সেমিনার অনুষ্ঠিত হবে। তুরস্ক সফরকালে উপাচার্য ইবনে খালদুন ইউনিভার্সিটি এবং উসকুদার ইউনিভার্সিটি পরিদর্শন করবেন।

সেখানে তিনি সংশ্লিষ্ট রেক্টরদের সঙ্গে পৃথক পৃথক বৈঠকে মিলিত হবেন এবং পারস্পরিক স্বার্থ-সংশ্লিষ্ট বিষয়ে মত বিনিময় করবেন। ঢাকা বিশ্ববিদ্যালয় এবং তুরস্কের এই দু’ বিশ্ববিদ্যালয়ের মধ্যে যৌথ শিক্ষা ও গবেষণা কার্যক্রম চালুর সম্ভাব্যতা নিয়েও বৈঠকে আলোচনা করা হবে।