ঢাকা মঙ্গলবার, ৮ই জুলাই ২০২৫, ২৫শে আষাঢ় ১৪৩২


জয়া আহসানের বয়স ফাঁস করে দিল আনন্দ বাজার


প্রকাশিত:
১৮ ডিসেম্বর ২০১৯ ০৬:৪৯

দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। ভক্তরা অনেক সময় তার বয়স নিয়ে দ্বিধায় থাকেন। উইকিপিডিয়ার মতে ৪৭ বছর বয়স জয়ার। এই বয়সেও জয়া যেভাবে নিজের শরীর ধরে রেখেছেন তা সচরাচর দেখা যায় না। ফলে ১৮ বছরের তরুণীদের চেয়েও জয়াকে বেশি আকর্ষণীয় মনে হয়। এদিকে কলকাতার জনপ্রিয় পত্রিকা আনন্দ বাজার জয়ার বয়স প্রকাশ করে দিল। গণমাধ্যমটিকে জয়া জানিয়েছেন উইকিপিডিয়ায় প্রকাশিত বয়সের তথ্যটি সঠিক নয়। জয়া বলেছেন তার বয়স সাঁইত্রিশের একদিনও বেশি নয়! উইকিপিডিয়ার তথ্য ভুল!

সব জায়গায় দেখা যায়, তারকাদের উত্থান ২০’র কোঠায়। বয়সের সঙ্গে সঙ্গে তাদের প্রোমোশন হয়েছে তন্বী কিশোরী থেকে মা-মাসির চরিত্রে। তবে জয়া ব্যতিক্রম! তার বয়স  ৪৭ অথবা ৩৭ যাই হোক না কেন এই মুহূর্তে দুই বাংলার সবচেয়ে কাঙ্ক্ষিত মুখ জয়া আহসান-ই।

গত কয়েক বছরে মুক্তি পাওয়া জয়ার চলচ্চিত্র ‘দেবী’, ‘বিজয়া’, ‘কণ্ঠ’ সবগুলোই ছিল সুপারহিট। এদিকে মুক্তি পেতে যাচ্ছে জয়া অভিনীত চলচ্চিত্র অতনু ঘোষের ‘বিনি সুতা’, ‘রবিবার’ ‘বিনিসুতো’-য় জয়ার নায়ক ঋত্বিক চক্রবর্তী আর ‘রবিবার’-এ জয়ার নায়ক প্রসেনজিৎ চট্টোপাধ্যায়।