ঢাকা শনিবার, ৪ঠা মে ২০২৪, ২২শে বৈশাখ ১৪৩১


প্রদর্শনের অনুমতি পেল ‘মায়া-দ্য লস্ট মাদার’


৬ ডিসেম্বর ২০১৯ ০৪:৪২

আপডেট:
৪ মে ২০২৪ ১৫:০৭

তিন বছরের লড়াই বা চড়াই-উতরাই পেরিয়ে ‘মায়া- দ্য লস্ট মাদার’ সিনেমাটি মুক্তি পেতে যাচ্ছে। পরিচালক মাসুদ পথিক জানান, এ বছরই সিনেমাটি মুক্তি পাবে।

এদিকে মাসুদ পথিক পরিচালিত এই সিনেমাটি প্রেক্ষাগৃহে প্রদর্শনেরও অনুমতি পেয়েছে। ৩ ডিসেম্বর বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ড থেকে ছাড়পত্র পেয়েছে।


বিষয়টি নির্মাতা নিশ্চিত করেছেন।
পরিচালক বলেন, ‘‘মায়া-দ্য লস্ট মাদার’ মুক্তি পাবে ডিসেম্বরের যেকোন শুক্রবার। সেটা একটি অনুষ্ঠানের মাধ্যমে আমরা ঘোষণা করব। ’’

শিল্পী শাহাবুদ্দিন আহমেদের চিত্রকর্ম ' ওমেন' এবং কবি কামাল চৌধুরীর 'যুদ্ধশিশু' কবিতা অবলম্বনে ' মায়া ' সিনেমাটির চিত্রনাট্য ও পরিচালনা করেছেন জাতীয় পুরস্কারপ্রাপ্ত চলচ্চিত্র নির্মাতা মাসুদ পথিক।



সিনেমাটিতে অভিনয় করেছেন, মুমতাজ সরকার (ভারত), প্রাণ রায়, জ্যোতিকা জ্যোতি, দেবাশীষ কায়সার, সৈয়দ হাসান ইমাম, ঝুনা চৌধুরী, নার্গিস আক্তার, লীনা ফেরদৌসী, ড. শাহাদাত হোসেন নিপু, আসলাম সানী ও মজিদ প্রমুখ।

ব্রাত্য ক্রিয়েশন প্রযোজিত এই সিনেমাটিতে গান করেছেন, ইমন চৌধুরী, বেলাল খান, কুনাল, ঐশী, পূজা ও মমতাজ।

নেকাব্বরের মহাপ্রয়াণ খ্যাত মাসুদ পথিকের এটি দ্বিতীয় পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র। বীরাঙ্গনা ও যুদ্ধশিশুদের সত্য গল্প নিয়ে এই প্রথম পূর্ণদৈর্ঘ্য সিনেমা নির্মিত হলো বাংলাদেশে।