ঢাকা রবিবার, ১৯শে মে ২০২৪, ৫ই জ্যৈষ্ঠ ১৪৩১


এলজিইডির নতুন প্রধান খলিলুর রহমান


৯ মে ২০১৯ ২১:৩৬

আপডেট:
৯ মে ২০১৯ ২১:৫০

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) অতিরিক্ত প্রকৌশলী মো. খলিলুর রহমানকে প্রধান প্রকৌশলী (চলতি দায়িত্ব) হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। বুধবার স্থানীয় সরকার বিভাগ এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে।

স্থানীয় সরকার বিভাগের উপসচিব এ কে এম মিজানুর রহমান স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, ‘স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী আবুল কালাম আজাদকে ৯ মে থেকে সরকারি চাকরি হতে অবসর দেওয়ায় অধিদপ্তরের জ্যেষ্ঠ অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. খলিলুর রহমানকে প্রধান প্রকৌশলীর চলতি দায়িত্ব দেওয়া হয়েছে।’

খলিলুর রহমান বর্তমানে অতিরিক্ত প্রকৌশলীর (গ্রামীণ অবকাঠামো উন্নয়ন ও ব্যবস্থাপনা) দায়িত্ব পালন করছেন।

এর আগে গত ৫ মে স্থানীয় সরকার বিভাগ আবুল কালাম আজাদকে ৯ মে থেকে অবসর পাঠানোর বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে।