ঢাকা মঙ্গলবার, ২৬শে আগস্ট ২০২৫, ১২ই ভাদ্র ১৪৩২


রাঙ্গুনিয়ায় দুই শিশুকে নিয়ে মায়ের ‘আত্মহত্যা’


প্রকাশিত:
৩০ এপ্রিল ২০১৯ ২০:৩৫

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় এক নারী ও তার দুই শিশু কন্যার লাশ উদ্ধার করা হয়েছে। সোমবার গভীর রাতে উপজেলার সড়কভাটা ইউনিয়নের সিকদারপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। ওই নারী মেয়েদের নিয়ে ‘বিষপানে আত্মহত্যা’ করেছেন বলে পুলিশের ধারণা।

মৃতরা হলেন- সিকদারপাড়ার নূর নবীর স্ত্রী ডেইজি আক্তার (২৮) এবং তার দুই মেয়ে ইভা আক্তার (৬) ও ইসরাত নূর (১০ মাস)।

রাত ২টার দিকে তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন বলে মেডিকেল পুলিশ ফাঁড়ির এসআই আলাউদ্দিন তালুকদার জানান।

রাঙ্গুনিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) ইমিতিয়াজ ভূঁইয়া বলেন, “ওই নারী তার দুই মেয়েকে নিয়ে বিষপানে আত্মহত্যা করেছেন বলে জানতে পেরেছি। পারিবারিক অশান্তির জেরে তিনি ওই ঘটনা ঘটিয়েছেন বলে স্বজনদের ভাষ্য। বিষয়টি আমরা খতিয়ে দেখছি।”