ঢাকা সোমবার, ১৩ই মে ২০২৪, ৩১শে বৈশাখ ১৪৩১


বিজ্ঞাপন নয়, যোগ্যতা দেখে ভোট দিন: গোলাম রাব্বানী


২৮ ফেব্রুয়ারি ২০১৯ ১১:১৮

আপডেট:
২৮ ফেব্রুয়ারি ২০১৯ ১১:২৫

বিজ্ঞাপন নয়, যোগ্যতা দেখে ভোট দিন: গোলাম রাব্বানী

 

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল ছাত্র সংসদ নির্বাচন চটকদার বিজ্ঞাপন নয়, যোগ্যতা দেখে ভোট দেওয়ার অনুরোধ করলেন ছাত্রলীগের সাধারণ সম্পাদক মানবতার ফেরিওয়ালা খ্যাত ও ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনের সাধারণ সম্পাদক (জিএস)প্রার্থী গোলাম রাব্বানী।
তিনি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক এক পোষ্টে একথা বলেন।


ঐ পোষ্টে তিনি বলেন,
#ডাকসুনির্বাচনঃ

প্রতি,
ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী ♥

আপনি প্রাচ্যের অক্সফোর্ড, দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠের মেধাবী মুখ; আপনার মুখনিঃসৃত একটি কথা, সুচিন্তিত মতামতকে দেশবাসী অত্যন্ত গুরুত্বের সাথে বিবেচনা করে। আপনি দেশের সম্পদ, আপনার ভোটটি 'কোয়ালিটি ভোট', আগামীর সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মানে, যোগ্য নেতৃত্ব তৈরিতে আপনার সুবিবেচনাপ্রসূত রায় অত্যন্ত কার্যকরী ভূমিকা রাখবে।

কারো গলাবাজি আর অবাস্তব চটকদার বিজ্ঞাপনে বিভ্রান্ত না হয়ে যাদের ভালো কাজ করার সদিচ্ছা আর সত্যিকার সক্ষমতা রয়েছে, স্বপ্নের ঢাকা বিশ্ববিদ্যালয় গড়তে তাদের পক্ষেই রায় দিন।

আপনার বিশ্ববিদ্যালয়; আপনার মুক্তচিন্তা... আপনার ভোট, যোগ্য প্রার্থীর পক্ষেই হোক।