ঢাকা শনিবার, ৪ঠা মে ২০২৪, ২২শে বৈশাখ ১৪৩১


বঙ্গবন্ধুকে নিয়ে গান গেয়ে মঞ্চ মাতালেন ছাত্রলীগ নেতা জসীম


২০ জানুয়ারী ২০১৯ ১১:২৬

আপডেট:
২০ জানুয়ারী ২০১৯ ১১:৩৩

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের নিরঙ্কুশ বিজয় উদযাপনে রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে বঙ্গবন্ধুকে নিয়ে গান গেয়ে মঞ্চে লাখো দর্শক মাতালেন ছাত্রলীগের বাউল খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয় সংগীত বিভাগের ছাত্রলীগের সভাপতি জসীম উদ্দিন।

শনিবার (১৯ জানুয়ারি) বেলা আড়াইটায় আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা সমাবেশে যোগ দেওয়ার আগে সাংস্কৃতিক আয়োজনের মধ্য দিয়ে শুরু হয় সমাবেশ।

এছাড়াও আরো যারা মঞ্চ মাতিয়েছেন লোকশিল্পী শাহে আলম, সংগীতশিল্পী রফিকুল আলম, স্পন্দন শিল্প গোষ্ঠীর শিল্পী জানে আলম। গান পরিবেশনের তালিকায় আরও রয়েছেন ফাহমিদা নবী, মমতাজসহ দেশবরেণ্য শিল্পীরা।

তাদের পরিবেশনার মধ্যে রয়েছে দেশাত্মকবোধক গান, আওয়ামী লীগের দলীয় সংগীত, শেখ হাসিনাকে নিয়ে গান এবং কবিতা আবৃত্তি। গানের সঙ্গে নেচে-গেয়ে আনন্দ প্রকাশ করছেন নেতাকর্মীরা।
এ সম্পর্কে ছাত্রলীগের বাউল খ্যাত জসীম উদ্দিন বলেন,বঙ্গবন্ধুকে নিয়ে গান লিখলাম আর সেই গানটা বঙ্গবন্ধু কন্যার বিজয়ের মঞ্চে গাইলাম।এটা আমার জীবনের সেরা অর্জন।

দুপুরের আগে থেকেই সমাবেশস্থলে আসতে শুরু করেন আওয়ামী লীগ নেতা-কর্মীরা। তাদের হাতে দেখা যায় নৌকার প্রতিকৃতি, রঙ-বেরঙের বেলুন-ফেস্টুন। নারী কর্মীদের সাজতে দেখা যায় লাল-সবুজ শাড়িতে। পুরুষদের গায়ে লাল-সবুজ টি-শার্ট এবং মাথায় লাল-সবুজেরই ক্যাপ। দুপুর নাগাদ জাতীয় পতাকার রঙিন পোশাকে বর্ণিল হয়ে ওঠে সোহরাওয়ার্দী উদ্যান।

মঞ্চে এরইমধ্যে উপস্থিত হয়েছেন আওয়ামী লীগে শীর্ষ নেতারা। নিশ্ছিদ্র নিরাপত্তায় ঢেকে দেওয়া হয়েছে সোহরাওয়ার্দী উদ্যান এলাকা।