ঢাকা মঙ্গলবার, ৬ই মে ২০২৫, ২৪শে বৈশাখ ১৪৩২


স্বাস্থ্য বিষয়ক রিপোর্টারদের নতুন সংগঠন ‘এইচজেবি’ এর আত্মপ্রকাশ


৪ ডিসেম্বর ২০২০ ০৬:৫০

আপডেট:
৪ ডিসেম্বর ২০২০ ০৭:০৬

হেলথ জার্নালিস্ট বাংলাদেশ ‘এইচজেবি’ নামে স্বাস্থ্য বিষয়ক রিপোর্টারদের নতুন সংগঠনের আত্মপ্রকাশ ঘটেছে। স্বাস্থ্য বিটে কাজ করা টেলিভিশন, প্রিন্ট ও অনলাইন সংবাদ মাধ্যমের এক ঝাঁক তরুণ সাংবাদিক মিলে এই সংগঠন করা হয়েছে।
আজ ৩ ডিসেম্বর, (বৃহস্পতিবার) রাজধানীর একটি রেস্টুরেন্টে সাত সদস্যের আহবায়ক কমিটি ঘোষণার মাধ্যমে এ সংগঠনটি যাত্রা শুরু হয়।

এতে এটিএন নিউজের সিনিয়র রিপোর্টার নাজিয়া আফরীনকে আহবায়ক ও ডিবিসি নিউজের সিনিয়র রিপোর্টার হিমেল মাহবুবকে সদস্য সচিব করে মোট সাত সদস্যের কমিটি ঘোষণা করা হয়। আহবায়ক কমিটি আগামী ৯০ দিনের মধ্যে একটি নিবার্চন প্রক্রিয়ার মাধ্যমে নতুন কার্যনির্বাহী কমিটির কাছে ক্ষমতা হস্তান্তর করবেন।এছাড়াও সভায় বিভিন্ন গণমাধ্যমের সিনিয়র সাংবাদিকরা উপস্থিত ছিলেন।