দিনে ৮ ঘণ্টা দেড় টনের এসি চললে মাসে বিদ্যুৎ বিল কত?

এসি ছাড়া গরমের সময় বেশ কষ্ট হয়ে যায়। অফিস, বাড়ি সব জায়গায় এসি। এখনই অনেকে এসি ব্যবহার শুরু করেছেন। অনেকে আবার এই বছর পুরোনো এসি বাদ দিয়ে নতুন এসি কেনার পরিকল্পনা করছেন। কিন্তু বিদ্যুৎ বিলের কথা ভেবে অনেকেই চিন্তাগ্রস্ত হয়ে পড়েন।
তবে জানেন কি একটি এসি চালালে আসলে বিদ্যুৎ বিল কত আসে মাসে। একটি দেড় টনের এসি যদি দিনে ৮ ঘণ্টা টানা ব্যবহার করেন তাহলে মাসে কত টাকা বিদ্যুৎ বিল আসতে পারে তার একটি হিসাব করে নেই চলুন। তাহলে আপনার বুঝতে সুবিধা হবে মাসে এসি ব্যবহারে আপনার বিদ্যুৎ বিল কতটুকু বেড়েছে।
বাজারে ১.৫ টনের এসি সবচেয়ে বেশি বিক্রি হয়। ছোট থেকে মাঝারি ঘর বা হলের ভালো ঠান্ডা রাখার জন্য, ১.৫ টনের এসি পারফেক্ট। কিন্তু অনেকেই জানেন না যে ১.৫ টনের এসি লাগালে তাদের কত বিদ্যুৎ খরচ হবে।
এসির বিল কত হবে তা নির্ভর করে এসির বিদ্যুৎ ব্যবহারের উপর। বাজারে ওয়ান থেকে ফাইভ স্টার রেটিং সহ এসি পাওয়া যায়। ১-স্টার রেটিংপ্রাপ্ত এসি সস্তা কিন্তু বেশি ইলেকট্রিসিটি খরচ করে, অন্যদিকে ৫-স্টার রেটিংপ্রাপ্ত এসি ইলেকট্রিসিটি সাশ্রয়ী। তবে সস্তা হওয়ার পাশাপাশি, ৩ স্টার এসি শক্তি সাশ্রয়ী।
আপনি যদি ৫ স্টার রেটিং সহ ১.৫ টনের স্প্লিট এসি ইনস্টল করতে চান, তাহলে এটি প্রতি ঘণ্টায় প্রায় ৮৪০ ওয়াট (০.৮ কিলোওয়াট ঘণ্টা) বিদ্যুৎ খরচ করবে। যদি আপনি দিনে গড়ে ৮ ঘণ্টা এসি ব্যবহার করেন, তাহলে সেই অনুযায়ী, এমন দিনে ৬.৪ ইউনিট বিদ্যুৎ খরচ হবে। প্রতি ইউনিট ৭.৫০ টাকা হলে, প্রতি ইউনিট দৈনিক বিল টাকা ৪৮ টাকা এবং মাসিক বিল টাকা ১৫০০টাকার মধ্যে থাকবে।
এবার বুঝতেই পারছেন ১.৫ টনের এসি এক মাস চালাতে কত খরচ হয়। সেই অনুযায়ী, আপনার বাজেট অনুযায়ী ৫ স্টার বা ৩ স্টার এসি কিনবেন তাও পরিকল্পনা করতে পারেন। বাজারে অনেক কোম্পানি ডুয়াল ইনভার্টার এসি বিক্রি করে যা কম্প্রেসারের গতি কমিয়ে বিদ্যুৎ সাশ্রয় করে।