ঢাকা রবিবার, ১৯শে অক্টোবর ২০২৫, ৪ঠা কার্তিক ১৪৩২


নিজের টাকায় কেনা ব্যক্তিগত সিম অন্যের কাছে পুনঃবিক্রি কেন?


প্রকাশিত:
১৮ অক্টোবর ২০২৫ ১৫:৩৮

দেশে বিভিন্ন টেলিকম কোম্পানির প্রায় ১৯ কোটি মোবাইল সিম সক্রিয় আছে। এসব সিম প্রায় ৭ কোটি লোক ব্যবহার করছেন। এসব সিম ক্রয়ের সময় গ্রহককে জাতীয় পরিচয়পত্র (এনআইডি), ছবি, ফিঙ্গার প্রিন্টসহ প্রয়োজনীয় তথ্য জমা দিয়ে নিজ নামে বৈধভাবে গ্রহন করেছেন। সবকয়টি সিম একজন নাগরিকের ব্যক্তিগত সম্পদ ও পরিচয়ের অংশ। কিন্তু যেকোন কারণে সাময়িকভাবে সিমটি ব্যবহার করতে না পারলে, সংশ্লিষ্ট টেলিকম কোম্পানি গ্রহকের এই নিজস্ব সম্পদটি তার সম্মতি ছাড়াই সেই সিমের মালিকানা পরিবর্তন করে অন্যের কাছে বিক্রি করে দিচ্ছে; যা সম্পূর্ণ অন্যায্য ও নাগরিক অধিকারের উপর হস্তক্ষ্যাপ। একজন নাগরিকের পরিচয় ও সম্পদের মালিকানা তার মৌলিক অধিকার। নিজের কষ্টার্জিত টাকায় ক্রয়কৃত সিমটি গ্রাহকের ব্যক্তিগত সম্পত্তি। বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) কর্তৃক নিবন্ধিত কারও নিজস্ব সিমটি সংশ্লিষ্ট টেলিকম কোম্পানি কর্তৃক হস্তান্তর করা সংবিধান ও ভোক্তা অধিকার আইনেরও পরিপন্থী।

জনস্বার্থে টেলিকম কোম্পানি গুলোর নিকট জোর দাবি জানাচ্ছি, কোনো অবস্থাতেই গ্রাহকের সম্মতি ছাড়া তার নামে নিবন্ধিত সিম কার্ডের মালিকানা পরিবর্তন, পুনঃবিতরণ বা বিক্রয় বন্ধ করতে হবে। প্রয়োজনে নির্দিষ্ট সময়সীমা রেখে “সিম সংরক্ষণ নীতি” চালু করা যেতে পারে, যাতে কেউ প্রবাসে থাকায় বা অন্য কোন কারণে সাময়িকভাবে ব্যবহার করতে না পারলেও তার সিমটি বাতিল বা পুনরায় বিক্রি করা না হয়। এক্ষেত্রে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। বিটিআরসির নিকট অনুরোধ, নাগরিকের নিজস্ব এই সম্পদের সুরক্ষা নিশ্চিত করতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হোক।

-মো. মোশারফ হোসাইন
শিক্ষক ও সাংবাদিক
নকলা, শেরপুর।