ঢাকা শুক্রবার, ১৭ই অক্টোবর ২০২৫, ২রা কার্তিক ১৪৩২


বিশ্ব হাত ধোয়া দিবস ২০২৫ উপলক্ষে গর্জনিয়ায় ওয়ার্ল্ড ভিশনের বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা ও চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত


প্রকাশিত:
১৭ অক্টোবর ২০২৫ ০০:১০

 

এস এম হুমায়ুন কবির, কক্সবাজার।।

 

‘হাতের পরিচ্ছন্নতায় শুরু হোক সুস্থ জীবনের যাত্রা’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে কক্সবাজারের রামু উপজেলার গর্জনিয়া ইউনিয়নে বিশ্ব হাত ধোয়া দিবস ২০২৫ উদযাপন উপলক্ষে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ-এর উদ্যোগে এবং আইডাব্লিউআর প্রকল্পের সহায়তায় অনুষ্ঠিত হয়েছে বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা।

বুধবার (১৫ অক্টোবর) সকাল ১০টায় গর্জনিয়া ইউনিয়নের বিভিন্ন সড়কে এক বর্ণাঢ্য র‍্যালি বের হয়। র‍্যালি শেষে স্থানীয় একটি মঞ্চে অনুষ্ঠিত হয় আলোচনা সভা ও অন্যান্য কর্মসূচি।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন মনিরুল আলম, প্যানেল চেয়ারম্যান-১, গর্জনিয়া ইউনিয়ন পরিষদ।

পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন গর্জনিয়া ইউনিয়নের সুপারভাইজার ফখরুল ইসলাম আজাদ।