ঢাকা রবিবার, ১৯শে অক্টোবর ২০২৫, ৪ঠা কার্তিক ১৪৩২


উখিয়ায় বিজিবি’র অভিযানে দেড় কোটি টাকা মূল্যের ৫০ হাজার পিস ইয়াবা উদ্ধার


প্রকাশিত:
১৮ অক্টোবর ২০২৫ ১৫:৪৪

কক্সবাজারের উখিয়ায় বিশেষ মাদকবিরোধী অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) কর্তৃক পরিচালিত এ অভিযানে আনুমানিক দেড় কোটি টাকা মূল্যে ৫০ হাজার পিস ইয়াবা জব্দ করেছে।

উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) অধিনায়ক লেঃ কর্ণেল মোহাম্মদ জসিম উদ্দিন পিএসসি জানান, বিজিবি’র পক্ষ বৃহস্পতিবার (১৬ অক্টোবর) রাত আনুমানিক ১১টা ৪৫ মিনিটে বালুখালী বিওপি’র একটি বিশেষ টহলদল সীমান্ত পিলার বিপি-২৬ হতে আনুমানিক ৪০০ গজ পশ্চিম দক্ষিণ দিকে বাংলাদেশের অভ্যন্তরে যা বিওপি হতে আনুমানিক ০২ কিঃ মিঃ দক্ষিণ দিকে রহমতের বিল নামক স্থানে অবস্থান করে। আনুমানিক ২২৩০ ঘটিকায় মায়ানমার হতে ১ জন ব্যক্তি বাংলাদেশের অভ্যন্তরে আসতে দেখতে পায়। বিজিবি সদস্যগণ তল্লাশীর জন্য তাদের নিকট অগ্রসর হলে চোরাকারবারী দ্রুত দৌড়ে খালে ঝাঁপিয়ে পড়ে এবং খাল সাঁতরিয়ে মায়ানমারের দিকে চলে যায়। পরে উক্ত স্থানে তল্লাশী করে একটি রঙ্গিন লুঙ্গি দ্বারা মোড়ানো খাকী রঙ্গের প্যাকেটের ভেতর নীল রঙ্গের বায়ুরোধী ০৩ কাট অর্থাৎ ৩০,০০০ (ত্রিশ হাজার) পিস ইয়াবা উদ্ধার করে।

পরবর্তীতে টহল দল বর্নিত স্থানে পুনরায় ওৎ পেতে থাকলে আনুমানিক ২২৪৫ ঘটিকায় অন্য আরো ১ জন ব্যক্তিকে বাংলাদেশের অভ্যন্তরে আসতে দেখলে টহল দল তাকে ধাওয়া করেন। চোরাকারবারী বিজিবি’র ধাওয়ায় দ্রুত খালে ঝাঁপিয়ে পড়ে সাঁতরিয়ে মায়ানমারের দিকে চলে যায়। বর্ণিত স্থানে তল্লাশী করে লাল রঙ্গের গামছা দ্বারা মোড়ানো খাকী রঙ্গের প্যাকেটের ভেতর নীল রঙ্গের বায়ুরোধী ২ কাট ইয়াবা ২০,০০০ (বিশ হাজার) পিসসহ সর্বমোট ৫০,০০০ (পঞ্চাশ হাজার) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে।

ওই এলাকায় পলায়নরত চোরাকারবারীদেরকে গ্রেফতার করার জন্য চিরুনি অভিযান পরিচালনা করা হয়। যেহেতু চোরাকারবারীরা মায়ানমারের অভ্যন্তরে প্রবেশ করেছে বিধায় উক্ত চোরাকারবারীরেকে আটক করা সম্ভব হয়নি।

উখিয়া ব্যাটালিয়নের অধিনায়ক, লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ জসীম উদ্দিন, পিএসসি বিষয়টি নিশ্চিত করে বলেন, “পালিয়ে যাওয়া মাদক চোরাকারবারীকে শনাক্ত করে তাকে গ্রেফতার করার জন্য গোয়েন্দা নজরদারি আরও জোরদার করা হয়েছে। উদ্ধারকৃত ইয়াবা উখিয়া থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।”

তিনি আরও জানান, “বিজিবি শুধু সীমান্ত পাহারায় নয়, মাদক ও চোরাচালান প্রতিরোধেও সবসময় কঠোর অবস্থান নিয়ে কাজ করছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”

উল্লেখ্য, কক্সবাজার রিজিয়নের রামু সেক্টরের অধীনস্থ উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) প্রতিষ্ঠালগ্ন থেকেই সীমান্ত সুরক্ষা, মাদক দমন ও অবৈধ চোরাচালান প্রতিরোধে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করে আসছে।