ঢাকা সোমবার, ২৫শে আগস্ট ২০২৫, ১১ই ভাদ্র ১৪৩২


নতুন আতঙ্কের নাম ‘কঙ্গো জ্বর’, ৭ জনের মৃত্যু


প্রকাশিত:
৯ ফেব্রুয়ারি ২০২০ ১০:৪৯

করোনাভাইরাসে জর্জরিত চীন। আর এরই মাঝে মালিতে হানা দিয়েছে নতুন আতঙ্ক। ক্রিমিন-কঙ্গো ভাইরাস জ্বরে আফ্রিকার এ দেশটিতে সাতজনের মৃত্যু হয়েছে।

মালির কেন্দ্রীয় মপতি এলাকার আঞ্চলিক সরকারের মুখপাত্র ইয়াকুবা মাইগার বরাত দিয়ে ফরাসি বার্তা সংস্থা এএফপি জানায়, মালির সামোয়া গ্রামে গত মাসের শেষ দিকে এক রাখাল ষাঁড়ের মাধ্যমে এ ভাইরাস জ্বরে আক্রান্ত হন।

পরে তাকে স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। 

গত ১ ফেব্রুয়ারি ক্রিমিন-কঙ্গো ভাইরাস জ্বরে আরও ১৪ জন আক্রান্ত হন। তাদের মধ্যে পাঁচজনের বাড়িতেই মৃত্যু হয়, দুজন হাসপাতালে নেওয়ার পথে মারা যান।

ইয়াকুবা মাইগা জানান, এটি সম্প্রতি ছড়িয়ে পড়া করোনাভাইরাস থেকে আলাদা। এ ঘটনা তদন্তে সরকার একটি তদন্ত কমিটি গঠন করেছে। 

তবে এএফপি দাবি করেছে যে গত বুধবার পর্যন্ত ওই কমিটি দৃশ্যমান কোনো কাজ করেনি।