ঢাকা সোমবার, ২৫শে আগস্ট ২০২৫, ১১ই ভাদ্র ১৪৩২


সাঁতার কেটে অ্যাম্বুলেন্সকে পথ দেখাল কিশোর, পেল জাতীয় পুরস্কার!


প্রকাশিত:
৩১ জানুয়ারী ২০২০ ০১:০০

জাতীয় পুরস্কার দেয়া হয়েছে অ্যাম্বুলেন্সের আগে সাঁতার কেটে পথ দেখানো কিশোরকে। ১২ বছরের ছেলেটি জীবন সম্পর্কে কতই বা জানে! এখনো বিদ্যালয়ের গণ্ডি পার হয়নি। জীবনটাকে ভালোভাবে উপলব্ধি করার সময় হয়নি এখনো।

কিন্তু এতটুকু বয়সেও যে মানবিকতা বোধ সে দেখিয়েছে তা সবাইকে অবাক করেছে। ঘটনাটি ঘটেছে গত বছর ১১ আগস্ট ভারতের কর্ণাটকের রায়চূড় জেলায়।

জানা গেছে, নদীর পানি বেড়ে যাওয়ায় ওই গ্রামে বন্যা দেখা দেয়। গ্রামের লাখ লাখ মানুষ ছিল পানিবন্দী।

আর সে সময় আটকে পড়ে একটি অ্যাম্বুলেন্স। এতে ছিল ছয় শিশু ও একটি মরদেহ। পানি রাস্তার উপরে উঠে আসায় ভুল পথে চলে আসে অ্যাম্বুলেন্সটি।

এক পর্যায়ে পথ চেনানোর দায়িত্ব নেয় সেই ১২ বছরের কিশোর৷ সাঁতার কেটে অ্যাম্বুলেন্সের আগে ছুটে কয়েক কিলোমিটার পথ দেখায় সে৷ সেদিনের এই সাহসিকতার জন্য নেটিজেনদের কাছে দ্রুত নায়ক বনে যায় সে।

কিন্ত ঘটনা এতে থেমে যায়নি। মুহূর্তের মধ্যে তা ভাইরাল হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে। কিশোরটি এই বছর সাধারণতন্ত্র দিবসের দিনে ভারতের জাতীয় শিশু উন্নয়ন পরিষদ কর্তৃক প্রদত্ত সাহসী খেতাব ২০১৯-এর জন্য মনোনীত হয়েছে।