ঢাকা সোমবার, ২৫শে আগস্ট ২০২৫, ১১ই ভাদ্র ১৪৩২


বিয়ের ১০ দিনের মাথায় দেবরকে নিয়ে আত্মহত্যা করল ভাবি


প্রকাশিত:
৯ মে ২০১৯ ০৯:১২

শ্বশুর বাড়িতে পা রাখতে না রাখতেই দেবরের সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েন নববধূ। বিয়ের মাত্র ১০ দিনের মধ্যেই প্রেম; অতঃপর যুগলের আত্মহত্যা।

কেউ ঘুণাক্ষরেও আঁচ করতে পারেনি ১০ দিনের মাথাতেই এমন মর্মান্তিক ঘটনা ঘটতে চলেছে।

সম্প্রতি ঘটনাটি ঘটেছে ভারতের জলপাইগুড়ির ধূপগুড়িতে।

আত্মঘাতী তরুণীর নাম মুক্তা পারভিন (১৮) আর যুবক আমির হোসেন (২২) তারই দেরর।

পরিবার সূত্রে জানা গেছে, দিন দশেক আগে পূর্ব মাগুরমারি এলাকার বাসিন্দা আমির হোসেনের বড় ভাইয়ের সঙ্গে বিয়ে হয়েছিল মুক্তা পারভিনের। বিয়ের পরই দেবরের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্কে জড়িয়ে পড়েছিলেন মুক্তা। কিন্তু পরিবারের কেউই বুঝতে পারেনি। যুগলের আত্মহত্যার পরই টের পায় সবাই।

ভোটার কার্ড সঙ্গে নিয়ে ট্রেনের সামনে ঝাঁপ দেয় যুগল। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাদের। এই ঘটনার জেরে প্রায় আধা ঘণ্টা আটকে পড়ে গুয়াহাটি বেঙ্গালুরু এক্সপ্রেস। পরে রেলপুলিশ মৃতদেহ দুটি উদ্ধার করলে স্বাভাবিক হয় ট্রেন চলাচল।

প্রাথমিক তদন্তের পর পুলিশ জানিয়েছে, বিবাহ বহির্ভূত সম্পর্কের জেরেই যুগল আত্মঘাতী হয়েছে বলে ধারণা করা হচ্ছে। ঘটনার তদন্ত করছে রেলপুলিশ।