বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়ন’র কক্সবাজার জেলা কমিটি গঠিত; সভাপতি নোবেল,সিনিয়র সহসভাপতি হুমায়ুন কবির, সাধারণ সম্পাদক সোহেল

বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়ন( বিএমইউজে) কক্সবাজার জেলা শাখার ৩১ সদস্য বিশিষ্ট কমিটি গঠিত হয়েছে। সভাপতি আব্দুল আলীম নোবেল, জেলা প্রতিনিধি জাতীয় দৈনিক আমাদের বাংলা ও দৈনিক আমাদের চট্টগ্রাম ও সম্পাদক পরিকল্পিত বার্তা।
এস এম হুমায়ুন কবির জেলা প্রতিনিধি জাতীয় ইংরেজি দৈনিক ডেইলি মর্নিং গ্লোরী/ দৈনিক গণমুক্তি।
সাধারণ সম্পাদক আলহাজ্ব হাবিবুর রহমান সোহেল, স্টাফ রিপোর্টার এশিয়ান টিভি, কক্সবাজার জেলা প্রতিনিধি, বাংলাবাজার পত্রিকা ও প্রতিদিনের বাংলাদেশ ডিজিটাল। নির্বাচিত হয়েছেন।
মঙ্গলবার ২৩ সেপ্টেম্বর ২০২৫ তারিখে কক্সবাজােরের তারকা মানের রামাদা হোটেলের সম্মেলন কক্ষে রাত ১০ টায় বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়ন কক্সবাজার জেলা শাখার প্রতিনিধি সভা অনুষ্ঠিত হয়। সভায় কন্ঠ ভোটের মাধ্যমে বিনা প্রতিদ্বন্দিতায় আব্দুল আলীম নোবেল কে সভাপতি, এস এম হুমায়ুন কবির কে সিনিয়র সহসভাপতি এবং আলহাজ্ব হাবিবুর রহমান সোহেল কে সাধারণ সম্পাদক করে মোট ৩১ সদস্য বিশিষ্ট আগামী ০২ (দুই) বৎসর মেয়াদি কমিটি গঠিত হয়েছে। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়নের প্রতিষ্ঠাতা ও সভাপতি আলহাজ্ব সোহেল আহমেদ, কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন নীলু ও সাংগঠনিক সম্পাদক সোহাগ আরেফিন ও কক্সবাজার জেলা কমিটির সদস্য ও সাংবাদিক নেতৃবৃন্দ।
উপস্থিত বক্তব্য কেন্দ্রীয় কমিটির সভাপতি আলহাজ্ব সোহেল আহমেদ দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। তিনি সাংবাদিকদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান, অধিকার আদায়ের দৃঢ় প্রত্যয়, এবং সামাজিক দায়বদ্ধতা ও পেশাদারিত্বের উপর গুরুত্বারোপ করেন।
এই সময় নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক নির্যাতিত সাংবাদিক পাশে দাড়ানোসহ বস্তুনিষ্ঠ সাংবাদিকতায় সকলের সহযোগিতা কামনা করেন।