ঢাকা মঙ্গলবার, ২৫শে মার্চ ২০২৫, ১২ই চৈত্র ১৪৩১


খিলগাঁও মডেল কলেজে বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত


২৬ জুন ২০২৪ ১৫:৩৩

আপডেট:
২৫ মার্চ ২০২৫ ২২:০৩

 

ঐতিহ্যবাহী খিলগাঁও মডেল কলেজে ২০২৪ সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের জন্য বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল সাড়ে ১০টায় কলেজের অধ্যক্ষ প্রফেসর ইমাম জাফর জিবরুতের সভাপতিত্বে শিক্ষার্থীদেরকে বিভিন্ন দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন গভর্নিং বডির সভাপতি আবদুর রউফ, জিবি সদস্য ওয়াহিদুল হাসান মিল্টন, নুরুজ্জামান জুয়েল, শাখাওয়াত হোসেন আওলাদ, আমানউল্লাহ খান, শিক্ষক প্রতিনিধি ও আহ্বায়ক অধ্যাপক শাহজাহান মন্ডল, জেসমিন আক্তার, আরিফুর রহমান, আলমগীর হোসেন সিদ্দিকী, কলেজ শাখা ছাত্রলীগ সভাপতি মোস্তাফিজুর রহমান পলাশ, সাধারণ সম্পাদক ক্যামেলিয়া আফরিন প্রমূখ।

আলোচনায় মনোযোগ সহকারে পড়াশোনা করতে ও পরীক্ষা চলাকালীন সময়ে মোবাইল ব্যবহার না করতে পরামর্শ দেন। সেই সাথে ভালো ফলাফল করার পর মেডিক্যাল, বুয়েট, পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য পরামর্শ দেন, না হলে কলেজে পড়লে অনার্স-মাস্টার্স-ডিগ্রি, বিবিএ প্রফেশনাল পর্যায়ে ঐতিহ্যবাহী খিলগাঁও মডেল কলেজে ভর্তির ব্যাপারে নানাবিধ সুবিধা দেয়ার প্রতিশ্রুতি দেয়া হয়। পরিশেষে প্রবেশপত্র বিতরণ, দোয়া ও তবারক বিতরণের মাধ্যমে অনুষ্ঠান শেষ হয়।