শাশ্বত মনিরের কথায় নাতে রাসূল ‘নবীগো নবী’র প্রিমিয়ার

লেখক, গবেষক, সম্পাদক ও পুষ্পধারা প্রপার্টিজ লিমিটেড এর ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট মুহাম্মদ মনিরুজ্জামান (শাশ্বত মনির) এর কথায় নাতে রাসূল ‘নবীগো নবী’ রিলিজ হয়েছে। শনিবার সন্ধ্যায় (৭ রমজান, ৮ মার্চ) রাজধানীর মালিবাগে এক অনুষ্ঠানে নাতে রাসূলটির প্রিমিয়ার হয়। নাতে রাসূলটিতে সুর ও কণ্ঠ দিয়েছেন কলরব এর সিনিয়র শিল্পী ও লিরিক হাউজের ম্যানেজিং ডিরেক্টর রায়হান ফারুক।
পুষ্পধারা প্রপার্টিজ লিমিটেড এর সহযোগিতায় ইসলামী সংগীত-সংস্কৃতির প্রতিষ্ঠান লিরিক হাউজের উদ্যোগে গীতিকার, সুরকার, শিল্পী ও সাংস্কৃতিক ব্যক্তিবর্গের সম্মানে আয়োজিত ইফতার মাহফিল ও ‘‘ইসলামী সংগীতের মানোন্নয়ন : নজরুলের প্রাসঙ্গিকতা’ শীর্ষক আলোচনা সভায় গুণীজনদের উপস্থিতিতে নাতে রাসূলটির ভিডিওচিত্র প্রদর্শিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক অতিরিক্ত সচিব শাহ মো. আবুরায়হান আলবেরুনী এবং প্রধান আলোচক ছিলেন নজরুল ইনস্টিটিউটের সাবেক নির্বাহী পরিচালক ও অতিরিক্ত সচিব গ্রেড-১, (অব.) এ এফ এম হায়াতুল্লাহ। অনুষ্ঠান উদ্বোধন করেন লিরিক হাউজের ভাইস চেয়ারম্যান ডা. মশিউর রহমান।
লিরিক হাউজের চেয়ারম্যান ও গীতিকার অ্যাডভোকেট মুহাম্মদ মনিরুজ্জামানের (শাশ্বত মনির) সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন পরিকল্পনা কমিশনের যুগ্ম প্রধান (যুগ্ম সচিব) মু. বিল্লাল হোসেন খান, নবায়নযোগ্য ও টেকসই জ্বালানি উন্নয়ন কর্তৃপক্ষের উপ-পরিচালক মোঃ খালিদ হাসান, ঢাকা ইউনিভার্সিটির ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজের ইংরেজি বিভাগের অধ্যাপক মকবুল হোসেন, ট্রাফিক সার্জেন্ট মেহেদুর রহমান মিঠু, পুষ্পধারা প্রপার্টিজ লিমিটেড এর ডিরেক্টর আলী রেজা, সাবেক র্যাব কর্মকর্তা সিরাজুল ইসলাম, সায়েন্স ল্যাবরেটরী কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মুফতী শামছুদ্দোহা আশরাফী, মিডিয়া ব্যক্তিত্ব শওকত আলী হাজারী, শেরপুরের মাইলস্টোন পাবলিক স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ কবি আইয়ুব আলী আকন্দ বিদ্যুৎ, বিশিষ্ট ওয়ায়েজ মুফতী হেদায়েতুল্লাহ খান আজাদী, স্বপ্নসিঁড়ি শিল্পীগোষ্ঠীর পরিচালক হুমায়ুন কবির শাবিব, কলরব এর পরিচালক মাওলানা সাঈদ আহমদ, কবি ও ছড়াকার মঈন মুরসালিন, বাংলাদেশ আই হসপিটালের (মালিবাগ) ডিরেক্টর ও সিনিয়র কনসালটেন্ট ডা. মাসুদ হাশমী প্রমুখ।
আরও উপস্থিত ছিলেন লিরিক হাউজের ভাইস চেয়ারম্যান আইনুল ইসলাম, শিহরণের পরিচালক মুফতী নাঈমুল হক, ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স পটিয়ার হেড অব ইনচার্জ মাহমুদ উল্লাহ, জনপ্রিয় শিল্পী গাজী আনাস রওশন, সাংবাদিক মাসুদুল কাদির, উপস্থাপক ইবরাহীম কোব্বাদী, ভিডিও ডিরেক্টর বনি আমিন, রাকিব ফরাজী, গীতিকার হোসাইন নূর, ল্যান্ড কনসালটেন্ট বাংলাদেশ লিমিটেড এর ম্যানেজার ও কো অর্ডিনেটর হারুন অর রশিদ, এনায়েতুল্লাহ ফাহাদ, যুবায়ের সিফাত, লিরিক হাউজের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী, লেখক, গীতিকার ও সাংবাদিক শাহনূর শাহীন, গীতিকার ও সংগঠক এইচ এম আবু বকর, গীতিকার ও শিল্পী হোসাইন মাহমুদ, শিল্পী ও সাউন্ড ডিজাইনার হুমায়ুন কবির তারিফ, লিরিক হাউজের গ্রাফিক্স ম্যানেজার ইবি জাহিদুল, আমির হামজা সিদ্দিকী, হাসান আল মাহমুদ, সালাহুদ্দিন সাকিব, ওমর ফারুক, আব্দুল্লাহ লাবিবসহ লেখক, সাংবাদিক ও সাংস্কৃতিক ব্যক্তিবর্গ।
নবীগো নবীর প্রিমিয়ারের পর উপস্থিত গুণিজনরা নিজেদের প্রতিক্রিয়া জানান। এসময় প্রধান আলোচক নজরুল বিশেষজ্ঞ এ এফ এম হায়াতুল্লাহ বলেন, শাশ্বত মনির একজন ভালো লেখক, সাংবাদিক, সম্পাদক এবং আইনজীবী। আজকে তার লেখা একটি নাতে রাসূল আমরা শুনলাম। গানের কথা, সুর ও গায়কী এত চমৎকার হয়েছে যে এখন তাকে ভালো গীতিকারও বলতে হয়। অত্যান্ত চমৎকার একটি নাত আমরা শুনলাম। আশা করবো তিনি এই যাত্রা অব্যাহত রাখবেন এবং নিয়মিত ভালো কিছু উপহার দিবেন।
শাশ্বত মনির বলেন, নাতে রাসুল শুধু একটি সংগীতের মতো নয়, এটি প্রেমের ভাষা, ভালোবাসার সুর, যা আমাদের হৃদয়কে নবীজির প্রতি আরও বেশি আবেগময় করে তোলে। নবীর ভালোবাসায় উজ্জীবিত হয়ে এমন একটি নাতে রাসুল লিখতে পেরে আমি খুবই আনন্দিত।
আবুরায়হান আলবেরুনী বলেন, ইসলামী সংস্কৃতি চর্চার ফলে মানুষের মনে ধর্মের প্রতি আনুগত্য বাড়ে। বর্তমান অপসংস্কৃতির প্রভাবে ইসলামী সংস্কৃতির বেহাল দশা। এ থেকে মুক্তি পেতে ইসলামী সংস্কৃতির চর্চা খুবই প্রয়োজন। নাতে রাসুল ইসলামী সংস্কৃতির একটি অংশ এবং রাসুলের প্রতি ভালোবাসার বহিঃপ্রকাশ। আমাদের ইসলামী সংস্কৃতির দিকে মনোনিবেশ করা উচিত ।
ইসলামী সংগীতে শাশ্বত মনিরের প্রথম কাজ উল্লেখ করে কলরব এর পরিচালক সাঈদ আহমাদ বলেন, ‘অত্যন্ত চমৎকার একটি নাতে রাসূল শুনলাম। ইসলামী সংগীতাঙ্গনে অনেক গীতিকার, শিল্পী রয়েছে। তারপর অনেক ভালো গীতিকার প্রয়োজন আছে। ভালোর শেষ নেই। আপনি গুণি মানুষ, যোগ্য মানুষ। আশা করি ভবিষ্যতে আরো ভালো ভালো লেখা আপনি উপহার দিবেন।’
পুষ্পধারা প্রপার্টিজ লিমিটেড, লিরিক হাউজ, অ্যাডভোকেট মুহাম্মদ মনিরুজ্জামান (শাশ্বত মনির), মুহাম্মদ মনিরুজ্জামান (শাশ্বত মনির)