তথ্যের জন্যও ঘুষ চায় এনবিআর : সিপিডি গবেষকের অভিযোগ

গবেষণা কাজের জন্যে জাতীয় রাজস্ব বোর্ডে (এনবিআর) বিভিন্ন ডাটা ও তথ্যের জন্য ঘুষ চাওয়া হয়েছিল বলে অভিযোগ করেছেন বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি) এর সিনিয়র রিসার্চ এসোসিয়েট তানিম আহমেদ।
মঙ্গলবার (২৬ আগস্ট) রাজধানীর লেকশোর হোটেলে সিপিডি আয়োজিত এক সংলাপে মূল প্রবন্ধ উপস্থাপনকালে তিনি এ অভিযোগ করেন। এনবিআর চেয়ারম্যান মো. আবদুর রহমান খান ও এনবিআর সদস্য মশিউর রহমান এ সময় উপস্থিত ছিলেন।
তানিম আহমেদ বলেন, ‘এনবিআরে ডাটা আনতে গেলে দুঃখজনকভাবে আমার কাছেও ঘুষ দাবি করা হয়েছিল।’
সংস্থার আরেক গবেষণা পরিচালক খন্দকার গোলাম মোয়াজ্জেম বলেন, ‘এনবিআর-এ ডাটা সংগ্রহ করতে গিয়ে বিড়ম্বনার শিকার হয়েছি।’
এ ছাড়া অন্যান্য আলোচকদের মধ্যে কেউ কেউ এনবিআর-এ দুর্নীতি ও অস্বচ্ছতা রয়েছে বলে অভিযোগ তোলেন।