ঢাকা সোমবার, ১৮ই আগস্ট ২০২৫, ৪ঠা ভাদ্র ১৪৩২


এনবিআরের ১৩১ সহকারী কর কমিশনার বদলি


প্রকাশিত:
১৮ আগস্ট ২০২৫ ১৯:১৯

জাতীয় রাজস্ব বোর্ড। ফাইল ছবি

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) ১৩১ সহকারী কর কমিশনারকে বিভিন্ন কর অঞ্চল থেকে আরেক কর অঞ্চলে বদলি করা হয়েছে।

আজ সোমবার (১৮ আগস্ট) এনবিআর এর কর প্রশাসন-১ শাখার প্রথম সচিব (কর প্রশাসন) মো. মোসাদ্দেক হুসেনের সই করা এক প্রজ্ঞাপনের মাধ্যমে এ আদেশ জারি করা হয়েছে।

বদলিকৃত সহকারী কর কমিশনাররা হলেন- মোহাম্মদ সাজ্জাদুর রহমান, নূর মোহাম্মদ, আব্দুল হক, মো. হাদিউল ইসলাম সৈকত, সাদিয়া রহমান, মো. মামুনুর রশিদ, মো. আতাহার আলী খান, মো. নজরুল ইসলাম খাঁ, ফরিদা ইয়াসমীন, মিলন কুমার মৌলিক, মো. আক্কাছ আলী, মো. হেবজুল বারী খান, মো. মুখলিছুর রহমান, মো. সাইফুল ইসলাম, মো. নুরুস সালাম, মো. আজিজুল হক, গৌর চন্দ্র দে, নুরুল ইসলাম খান, মো. কামরুজ্জামান, মোহাম্মদ মিজানুর রহমান, সৈয়দ মোহাম্মদ হাবিব উল্লাহ, সামসুল আলম, কেশব লাল মল্লিক, মোহাম্মদ হোছাইন, কাজী মো. সুলতান শাহরিয়া, মোহাম্মদ গিয়াস উদ্দিন, আসাদুজ্জামান তালুকদার, মো. মাহবুবুল ইসলাম, প্রসেনজিত চাকমা ও মো. নাজমুল হোসেন।

বদলিকৃতদের মধ্যে আরও রয়েছেন- শফিক আহম্মেদ, সজল কৃষ্ণ রুদ্র, এস এম মন্জুরুল আলম, মো. নাজিরুল ইসলাম, আসিফুর রহামন, জায়ীদ নাসীরী, শিউলী আকতার, মো. আসিফ মাহমুদ, শাপলা সুলতানা, এস এম আশিকুর রহমান, এস এম আতিকুল হক, মো. রেজাউল গনি, অমলেন্দু কোচ, কামাল হোসেন, তারেক আজিজ, আব্দুর রাজ্জাক, পেয়ারু হোসেন, হালিমা জাহান মীম, ইউসুফ জাহান, রুবেল ইসলাম, মোস্তাফিজুর রহমান, মাহমুদুল হক, হাসিবুল হাসান, মোছা: আয়েশা সিদ্দিকা, রিমি রায়, রাখাল চন্দ্র দাস, ইসমাইল মোর্শেদ, তাহমিনা ইয়াসমিন, মোহাম্মদ রকিবুল হাসান, মো. ওয়াসিম খান, নাজমুস সাকিব, জাবের খান, ফারজানা আক্তার, মোহাম্মদ রায়হান ইসলাম, জয়ন্ত বসাক, মো. রাকিবুল ইসলাম, পূর্ণিতা রানী রায়, ইয়াসির আরাফাত, মো. শরীফ মিয়া, রাশেদ মিনান রাব্বী, মো. আতিকুর রহমান, নিঝুম তালুকদার, জুলফিকার হাবিব খান ও মো. আবুল কালাম আজাদ।

বদলিকৃত অন্য সহকারী কর কমিশনাররা হলেন- সানজানা সালসাবিল মম, নাহিদ হাসান, আইরিন জাহান আফরোজ, মো. আনিছুর রহমান, মোহাম্মদ সাইফুদ্দীন সুমন, কামরুল হোসেন, মোহাম্মদ মুবিনুল হক, মো. সাখাওয়াত হোসেন, প্রীতম রায়, মো. সেলিম হোসেন, ফার্সিয়া রেজিয়া, মো. রেজোয়ানুল হক, কাজী মঈনুল হোসেন, সজল বেপারী, হাসান মাহমুদ, এম এ আহাদ খন্দকার, ইমরান হোসাইন, আবু জুবায়ের, মোহাইমেনুল ইসলাম, অভিরুপ সাহা, কাজী আছলাম হোসেন, সৌমিত্র কুমার সরকার, শিশির মহানায়ক, শারজিয়া শারমিন, মো. নাজিম উদ্দীন, সাবরিনা সুলতানা ইভা, নাফিস সাদিক, মো. নাইম হোসেন, মাহবুবুল হাসান, শরীফুল ইসলাম, রওনক জাহান, সৈয়দা মাহফুজা, মো. ফখরুজ্জামান, মো. আব্দুল আউয়াল মজুমদার, মো. আবদুর রশিদ, মো. সিরাজুল ইসলাম, বিপিন চাকমা, রেজাউল করিম, মো মুরাদ হোসেন পাটওয়ারী, মো. সারোয়ার হোসেন রেজা, মো. আসিফ মাহমুদ, মেহেদ হাসান, মো. কৌশিক আহমেদ, শিল্পী দাস, আবুল কালাম আজাদ, মো. মেহেদী হাসান, বাদশা হোসেন, দেবপ্রিয় বিশ্বাস, শারমিন আক্তার, শরিফুল ইসলাম, কিংসুক কুমার রায়, আসিফ ইকবাল, শিবলী নুমান, জোবায়েদ হোসেন, মোহাম্মদ তৌফিকুল আলম ও প্রসেনজিৎ কর্মকার।

এর আগে একইদিনে এনবিআর এর কাস্টমস বিভাগের দুই অতিরিক্ত কমিশনারসহ চার কাস্টমস কমিশনারকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। ১৮ আগস্ট এর আগ পর্যন্ত বদলির আদেশ অবজ্ঞাপূর্বক প্রকাশ্যে ছিঁড়ে ফেলার মাধ্যমে ঔদ্ধত্যপূর্ণ আচরণসহ বিভিন্ন অভিযোগ এনে আন্দোলনের সঙ্গে সম্পৃক্ত এনবিআরের আয়কর ও কাস্টমস বিভাগের ২০-এর অধিক কর্মকর্তা-কর্মচারীকে সাময়িক বরখাস্ত করা হয়।

এদিকে, আন্দোলনের পর থেকেই জাতীয় রাজস্ব বোর্ডর (এনবিআর) বিভিন্ন পদে বড় রদবদলের ঘটনা ঘটছে। রাজস্ব বোর্ড থেকে বেশিরভাগ কর্মকর্তাদের বদলি করা হয়েছে ঢাকার বিভিন্ন দফতর ও ঢাকার বাইরে। গেল ১৩ আগস্ট এনবিআর’র ছয় কমিশনারকে বদলি করা হয়েছে। একইসঙ্গে চলতি দায়িত্বপ্রাপ্ত ৪ কমিশনারকে বিভিন্ন দফতরে পদায়ন করা হয়েছে। একই দিনে ১৯ কর কমিশনারকে এক কর অঞ্চল থেকে আরেক কর অঞ্চলে বদলি করা হয়েছে। এছাড়া, ১২ আগস্টের এক প্রজ্ঞাপনের মাধ্যমে কাস্টমস ও ভ্যাট প্রশাসন-১ শাখার ৭৩ উপ কর কমিশনার এবং ৮৭ জন সহকারী কমিশনারকে বদলি ও পদায়ন করা হয়।