ঢাকা শুক্রবার, ২৯শে আগস্ট ২০২৫, ১৫ই ভাদ্র ১৪৩২


ইসলামী ব্যাংকের সাবেক এমডি মনিরুল মওলা গ্রেপ্তার


প্রকাশিত:
২৩ জুন ২০২৫ ১১:০৫

ইসলামী ব্যাংক বাংলাদেশের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মুহাম্মদ মনিরুল মওলাকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

সোমবার (২৩ জুন) দিবাগত রাত সোয়া ১২ টার দিকে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে মিন্টু রোডে অবস্থিত ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়া হয়।

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে ডিবির যুগ্ম কমিশনার মোহাম্মদ নাসিরুল ইসলাম জানান, মুহাম্মদ মনিরুল মওলার বিরুদ্ধে একটি মামলা রয়েছে। সেই মামলার ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়েছে। বর্তমানে তিনি ডিবি হেফাজতে আছেন এবং পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।