ঢাকা সোমবার, ১৯শে মে ২০২৫, ৬ই জ্যৈষ্ঠ ১৪৩২


জব্দকৃত অর্থ-সম্পত্তি দিয়ে তহবিল গঠন করবে সরকার: গভর্নর


১৯ মে ২০২৫ ১৫:৫৭

আপডেট:
১৯ মে ২০২৫ ১৯:৩৩

বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর

অর্থ লোপাটকারীদের কাছ থেকে উদ্ধার হওয়া অর্থ ও জব্দ করা সম্পদ ব্যবহারের জন্য সরকার একটি পৃথক তহবিল ব্যবস্থাপনা চালু করবে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর।

সোমবার (১৯ মে) ফরেন সার্ভিস একাডেমিতে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে পাচার হওয়া অর্থ ফেরত আনার বিষয়ে উচ্চ পর্যায়ের একটি বৈঠক শেষে তিনি এ কথা বলেন।

আহসান এইচ মনসুর বলেন, দেশের সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীকে সহায়তা করতে এই তহবিল ব্যবহার করা হবে।

গভর্নর মনসুর বলেন, শিগগিরই আনুষ্ঠানিকভাবে তহবিল গঠন করা হবে। এটি ভবিষ্যতে প্রশাসনের জব্দ করা সম্পদ ও অর্থের ব্যবহারের ধারাবাহিকতা ও স্বচ্ছতা নিশ্চিত করবে।

প্রেস ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম ও বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) প্রধান এএফএম শাহিনুল ইসলাম।