মেঘনা গ্রুপের চেয়ারম্যান
‘বিদেশি বিনিয়োগ ডাকা হচ্ছে, অথচ স্থানীয় উদ্যোক্তারা গ্যাস-বিদ্যুৎ পাচ্ছি না’

দেশে বিদেশি বিনিয়োগ আহ্বান করা হলেও দেশীয় উদ্যোক্তারা প্রয়োজনীয় অবকাঠামো সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন বলে মন্তব্য করেছেন মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান মোস্তফা কামাল।
বুধবার (৩০ এপ্রিল) রাজধানীর একটি হোটেলে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই ও জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) যৌথ উদ্যোগে আয়োজিত এক কনসাল্টেটিভ মিটিংয়ে অংশ নিয়ে তিনি বলেন, "আমরা ৬০০ কোটি টাকার বিনিয়োগ করেছি, কিন্তু গ্যাস এবং বিদ্যুৎ পাচ্ছি না। আমরা বিদেশিদের বিনিয়োগের জন্য ডাকছি, অথচ নিজেরা জ্বালানি সংকটে ভুগছি। এটা অবশ্যই গুরুত্ব দিয়ে দেখা উচিত।"
তিনি আরও বলেন, "দেশীয় উদ্যোক্তারা যদি এই সংকটে ভোগেন, তাহলে বিদেশিরা কীভাবে আস্থা পাবেন? অবকাঠামোগত সুবিধা নিশ্চিত করতে না পারলে বিনিয়োগের পরিবেশ তৈরি হবে না।"
এ সময় তিনি জাতীয় রাজস্ব বোর্ডকে (এনবিআর) উদ্দেশ্য করে ব্যবসায়ীদের বিরুদ্ধে যেন ঢালাওভাবে হয়রানিমূলক আচরণ না করা হয়, সেই অনুরোধ জানান।
মোস্তফা কামাল কাস্টমস কর্তৃক আমদানিকৃত পণ্যের অ্যাসেসমেন্ট প্রক্রিয়ায় 'মনগড়া' মূল্য নির্ধারণের বিষয়টি তুলে ধরে বলেন, "একদিকে এনবিআর নিজেদের মতো করে ভ্যালুয়েশন করছে, অন্যদিকে ব্যবসায়ীদেরই আবার আন্ডার ইনভয়েসিং ও ওভার ইনভয়েসিংয়ের অভিযোগে দোষী করা হচ্ছে। এটা দ্বিচারিতা।"