বাংলাদেশ ইনভেস্টমেন্ট সামিট-২০২৫ ঢাকায় ৭-১০ এপ্রিল অনুষ্ঠিত হবে

০৬ এপ্রিল ২০২৫, রবিবার, দুপুরে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে “বাংলাদেশ ইনভেস্টমেন্ট সামিট-২০২৫” উপলক্ষে এক প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়। উক্ত প্রেস ব্রিফিংয়ে বক্তব্য রাখেন বিডা ও বেজার নির্বাহী চেয়ারম্যান (সিনিয়র সচিব) চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন। সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম, উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার ও বিডার ব্যবসা উন্নয়ন বিভাগের প্রধান নাহিয়ান রহমান রচি উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, বাংলাদেশে বিনিয়োগ আকর্ষণের লক্ষ্যে দেশি-বিদেশি বিনিয়োগকারী, ব্যবসায়ী, রাজনৈতিক নেতৃবৃন্দ, বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও প্রতিনিধিদের অংশগ্রহণে ৭-১০ এপ্রিল ২০২৫ হোটেল ইন্টারকন্টিনেন্টাল, ঢাকায় “বাংলাদেশ ইনভেস্টমেন্ট সামিট-২০২৫” অনুষ্ঠিত হবে।
০৯ এপ্রিল ২০২৫ উক্ত সামিটের শুভ উদ্বোধন করবেন মাননীয় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
বাংলাদেশ বিনিয়োগ সম্মেলনের ভেন্যু রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলে আগামী ৯ এপ্রিল পরীক্ষামূলকভাবে স্টারলিংকের ইন্টারনেট সেবা ব্যবহার করা হবে। সেখানে উপস্থিত সব অংশগ্রহণকারী সেটি ব্যবহার করতে পারবেন। এছাড়া স্টারলিংকের ইন্টারনেট ব্যবহার করে সম্মেলনের সরাসরি সম্প্রচার করা হবে।
সম্মেলনে বিদেশি বিনিয়োগকারীদের মধ্যে পাঁচজনকে পুরস্কার দেওয়া হবে।
সম্মেলনে যুক্তরাষ্ট্র, কোরিয়া, জার্মানী, চীন, মালয়েশিয়া, জাপানসহ ৫০ দেশের ছয় শতাধিক বিনিয়োগকারী ও ব্যবসাপ্রতিষ্ঠানের প্রতিনিধি অংশ নেবেন ।
সম্মেলনে, ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটা, উবার, টেলিনর, টয়োটার মতো অনেক প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশ নেবেন।