ঢাকা মঙ্গলবার, ৩রা ডিসেম্বর ২০২৪, ২০শে অগ্রহায়ণ ১৪৩১


পাটপণ্যের মেলার আয়োজন করতে যাচ্ছে জুট ডাইভারসিফিকেশন প্রমোশন সেন্টার


২৫ নভেম্বর ২০২৪ ১৩:০৬

আপডেট:
৩ ডিসেম্বর ২০২৪ ১০:৪৫

বস্ত্র ও পাট মন্ত্রণালয়াধীন জুট ডাইভারসিফিকেশন প্রমোশন সেন্টার (জেডিপিসি) এর উদ্যোগে আগামী ২৬-৩০ নভেম্বর ২০২৪ রাজধানীর তেজগাঁওয়ের মনিপুরী পাড়ায় জেডিপিসি প্রাঙ্গণে ০৫ (পাঁচ) দিনব্যাপী বহুমুখী পাটপণ্য মেলা আয়োজন করা হয়েছে। মেলার সাথে পাটকেন্দ্রিক ফটোগ্রাফি ও রচনা প্রতিযোগিতার আয়োজন থাকছে। এর আয়োজন উপলক্ষে সোমবার ৪ নভেম্বর ২০২৪ খি: ঢাকার তেজগাঁওয়ের জুট ডাইভারসিফিকেশন প্রমোশন সেন্টার (জেডিপিসি) প্রেস ব্রিফিং এর আয়োজন করে। এ সময় জেডিপিসি'র নির্বাহী পরিচালক জিনাত আরা, এইচ এন্ড এইচ ফাউন্ডেশনের এর সভাপতি এম সাফাক হোসেনসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

জেডিপিসি'র নির্বাহী পরিচালক জিনাত বলেন, 'পাট ও পাটজাত পণ্যের ব্যবহার বাড়াতে এবং এর ব্যবহারে মানুষকে উৎসাহ দিতে মেলা করা হচ্ছে। সরকার পলির বিকল্প পাট ও অন্যান্য পণ্য চালুর জন্য উদ্যোগ নিয়েছে। দেশের বিভিন্ন জায়গায় এই মেলার আয়োজন করা হবে। মেলার উদ্বোধন করবেন বস্ত্র ও পাট মন্ত্রণালয় এবং নৌপরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব:) ড. এম সাখাওয়াত হোসেন। "

রচনা ও ফটোগ্রাফি প্রতিযোগিতার প্রসঙ্গে এইচ এন্ড এইচ ফাউন্ডেশনের এর সভাপতি এম সাফাক হোসেন বলেন, পাট বিষয়ে রচনা (এক হাজার থেকে তিন হাজার শব্দের মধ্যে ) লিখতে গিয়ে প্রতিযোগিরা পাটের বিষয়ে আরো জানবে,আগ্রহী করবে । এর জন্য মন্ত্রণালয় ও জেডিপিসি এবং এইচ এন্ড এইচ ফাউন্ডেশনের পেইজের মাধ্যমে নিবন্ধন করা যাবে। পাটের উৎপাদন ও পুরো সাপ্লাই চেইন ফটোগ্রাফির মাধ্যমে প্রদর্শনীতে ফুটিয়ে তোলা হবে ।'

উল্লেখ্য, বহুমুখী পাটপণ্যের প্রচার ও পরিচিত করা এবং তা ব্যবহারে আকৃষ্ট করার লক্ষ্যে এই বহুমুখী পাটপণ্যের একক মেলা আয়োজনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। পহেলা নভেম্বর থেকে সমগ্র বাংলাদেশে পলিথিন ব্যাবহার নিষিদ্ধ করা হয়েছে। তাই পলিথিন শপিং ব্যাগের বিকল্প হিসেবে পাটের ব্যাগ ব্যবহারের জনগনকে উদ্বুদ্ধকরণের লক্ষ্যে এইচ এন্ড এইচ ফাউন্ডেশন কর্তৃক 'সোনালী আঁশ পাট দিয়ে স্থির চিত্র প্রদর্শনী, ফটোগ্রাফি ও রচনা প্রতিযোগীতা আয়োজন হচ্ছে এতে সকলকে আমন্ত্রণ জানানো হবে।

প্রসঙ্গত, এ মেলায় বিভিন্ন ধরণের পাটপণ্যের প্রায় ৩০ টি স্টল থাকবে। প্রতিদিন সকাল ১০ টা থেকে রাত্রি ০৮ টা পর্যন্ত মেলা চলবে। মেলায় বিভিন্ন প্রকার ব্যাগ, অফিস আইটেমস, নার্সারী আইটেম, হোম টেক্সটাইল, পরিধেয় বস্ত্র, বিভিন্ন ধরণের জুতা ও শোপিসসহ ব্যবহারযোগ্য বহুবিধ পাটপণ্য সামগ্রী প্রদর্শন ও বিক্রয় করা হবে।