ঢাকা শনিবার, ৫ই জুলাই ২০২৫, ২২শে আষাঢ় ১৪৩২


রৌমারীতে ঘুষের টাকা নেওয়া ভিডিও ভাইরাল; সহকারী ভূমি কর্মকর্তা আব্দুছ ছালাম প্রত্যাহার


প্রকাশিত:
৮ মে ২০২৫ ০০:৪৩

কুড়িগ্রামের রৌমারী উপজেলার বন্দবেড় ইউনিয়নের সহকারী ভূমি কর্মকর্তা আব্দুছ ছালাম মন্ডলকে ঘুষ গ্রহণের ভিডিও ভাইরাল হওয়ার ঘটনায় প্রত্যাহার করা হয় তাকে। বর্তমানে সে কুড়িগ্রাম জেলা প্রশাসকের কার্যালয়ে রয়েছেন।

সোমবার (৫ মে) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন রৌমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উজ্জ্বল কুমার হালদার।

এর আগে রোববার (৪ মে) ঘুষ গ্রহণের ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি ছড়িয়ে পড়ে এবং বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়। এরপরই প্রশাসনের পক্ষ থেকে দ্রুত ব্যবস্থা নেওয়া হয়েছে।

প্রত্যাহার সম্পর্কে জানতে চাইলে অভিযুক্ত কর্মকর্তা আব্দুছ ছালাম মন্ডল জানান, "আমি কিছুক্ষণ আগে প্রত্যাহারের চিঠি হাতে পেয়েছি।”