ঢাকা শনিবার, ১৩ই সেপ্টেম্বর ২০২৫, ২৯শে ভাদ্র ১৪৩২


তামাক নিয়ন্ত্রণে কোম্পানিগুলোর মতামত নেওয়ার কোন সুযোগ নেই


প্রকাশিত:
৯ সেপ্টেম্বর ২০২৫ ২০:৪৬

তামাক নিয়ন্ত্রণে কোম্পানিগুলোর মতামত নেওয়ার কোন সুযোগ নেই

নিজস্ব প্রতিবেদক: তামাকমুক্ত বাংলাদেশ গড়তে তামাক নিয়ন্ত্রণ আইনের প্রস্তাবিত সংশোধনী দ্রুত পাশের কোনো বিকল্প নেই উল্লেখ করে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ উপদেষ্টা নূরজাহান বেগম বলেন, তামাক নিয়ন্ত্রণ আইন সংশোধনে তামাক কোম্পানির মতামত নেওয়ার কোনো সুযোগ নেই।

জনস্বাস্থ্য সুরক্ষায় তামাকমুক্ত বাংলাদেশ অর্জনে তামাক নিয়ন্ত্রণ আইনের প্রস্তাবিত সংশোধনী দ্রুত পাশের দাবিতে মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) রাজধানীর সিরডাপ মিলনায়তনে আয়োজিত এক সেমিনারে এসব কথা বলেন তিনি।

ডেভেলপমেন্ট অর্গানাইজেশন অব দি রুরাল পূয়র-ডর্‌প আয়োজিত ‘জনস্বাস্থ্য সুরক্ষায় তামাক নিয়ন্ত্রণ আইনের প্রস্তাবিত সংশোধনী দ্রুত পাশের প্রয়োজনীয়তা’ শীর্ষক এক জাতীয় সেমিনারের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা নূরজাহান বেগম।

উপদেষ্টা বলেন, তামাক কোম্পানি, ব্যবসায়ীদের সঙ্গে উপদেষ্টাদের বৈঠক হওয়ার কথা উত্থাপিত হলেও হয়নি। আমাদের মধ্যে আলোচনা হয়েছিল মাত্র। তবে আমার মনে হয় না, এই বৈঠক অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা আগামীতে রয়েছে।

সেমিনারে স্বাগত বক্তব্য দেন ডর্‌প’র প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী এএইচএম নোমান। মূল প্রবন্ধ উপস্থাপন করেন ডর্‌প’র উপনির্বাহী পরিচালক মোহাম্মদ যোবায়ের হাসান। বিশেষ অতিথির বক্তব্য দেন জাতীয় তামাক নিয়ন্ত্রণ সেলের মহাপরিচালক মো. আখতারউজ-জামান, অবসরপ্রাপ্ত সচিব মুন্সী আলাউদ্দীন আল আজাদ।

এছাড়াও বক্তব্য দেন স্বাস্থ্য সেবা বিভাগের সাবেক অতিরিক্ত সচিব হোসেন আলী খন্দকার, মোস্তাফিজুর রহমান, ক্যান্সার বিশেষজ্ঞ ডা. হাবিবুল্লাহ তালুকদার রাসকিন, তামাকবিরোধী যুব প্রতিনিধি তাবাসসুম খানম রাত্রি এবং সবুর আহমেদ কাজল প্রমুখ।