চকরিয়া বদরখালী বাজারে জাইকার অর্থায়নে ভবন নির্মাণ;ক্ষতিগ্রস্ত হকার্স ব্যবসায়ীদর পূর্নবাসনের দাবী
কক্সবাজার জেলার জনবহুল সমবায় অঞ্চল বদরখালী বাজারে জাইকার অর্থায়নে ভবন নিমার্ণের জন্য অত্র বাজারের অস্থায়ী ভ্রাম্যমাণ হর্কাস ব্যবসায়ীদের জায়গা ছেড়ে দিতে বলছেন ভবন নিমার্ণ কতৃপক্ষ, এর প্রতিবাদে ১ ডিসেম্বর ২০২৪, রবিবার সন্ধ্যা ৭ ঘটিকার সময় বদরখালী বাজার হর্কাস সমবায় সমিতি লিমিটেড এর কার্যালয়ে অত্র সমিতির সভাপতি মো: বাবুল এর নেতৃত্বে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। উক্ত প্রতিবাদ সভায় গুরুত্বপূর্ণ ও দিকনির্দেশনা মূলক বক্তব্য রাখেন অত্র সমিতির গুরুত্বপূর্ণ সদস্য সাংবাদিক আলাউদ্দিন আলো। তিনি বলেন ;-চকরিয়া বদরখালী বাজারে জাইকার অর্থায়নে মার্কেট হচ্ছে এটা আমাদের জন্য বড় সু-ভাগ্যের। এটা করতে সরকার কে আমাদের সহযোগিতা করা দরকার এবং আমরা ব্যবসায়ীরা অবশ্যই সরকার কে সহযোগিতা করতে প্রস্তুত। তবে আমাদের কিছু গুরুত্বপূর্ণ দাবী আছে আমাদের ছেলে-মেয়ে, কর্মচারী, এনজিওর কিস্তি, বিভিন্ন দেনার প্রতি অবশ্যই সরকার কে দেখতে হবে, ১ম থেকে এই পর্যন্ত আমরা দায়িত্বপ্রাপ্ত টিকাদারকে প্রচুর সহযোগিতা করেছি তাদের বিভিন্ন আশার বাণী শুনে।
সাধারন সম্পাদক মো: বশির আলম বলেন জাইকা ও বিভিন্ন প্রতিনিধিরা আমাদের বলেছিলেন ১/ আমাদের এখান থেকে সরিয়ে বাজারের অন্য কোন জায়গায় স্থান নির্ধারণ করবেন ২/ আমাদের ক্ষয়ক্ষতির জন্য উনারা ক্ষতিপূরণ দিবেন ৩/ ভবন নির্মাণের পর ঐ ভবনের ২য় তলায় আমাদের ১টি করে অগ্রাধিকার ভিত্তিতে দোকান বরাদ্দ দিবেন, কিন্তু বর্তমানে এ আশ্বাস গুলির বাস্তবায়নের কোন নিশ্চয়তা না দিয়ে এবং বিকল্প ব্যাবস্থা না করে আমাদের কে চলে যেতে বলছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষরা।
সহ-সভাপতি মো: জাহাঙ্গীর আলম বলেন আমাদের তুলে দেওয়ার জন্য বাজারের নাইটগার্ড এর মাধ্যমেও অনেকবার বলা হয়েছে.তবে আমরা কোথায় যাব এবং আমাদের ক্ষতিপূরণের কি হবে, তখন আমরা এই বিষয় নিয়ে জানতে চাইলে তারা আমাদের কোন যুক্তি দেখাতে না পারায় আমরা চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মহোদয় বরাবর একটি আবেদন করি আজও সে আবেদনের কোন সুফল আমরা পাইনি, সমিতির গুরুত্বপূর্ণ সদস্য আবু তাহের বলেন আমাদের পূর্নবাসন এবং ভবিষ্যৎ কি ভাবে আমাদের ক্ষতি পূরণ দিবেন তা জানালে আমরা কি ভাবে যাব, কিন্তু আজ পর্যন্ত আমরা কোন আলোচনা বা সিদ্ধান্ত, কোন জনপ্রতিনিধি ও আমলাদের মুখের ভাষা পাইনি কি ভাবে আমাদের ভাতঘর ছেড়ে যাব আপনারাই বলুন, আমাদের ভবিষ্যৎ কি হবে আমরা সুস্পষ্ট চকরিয়া উপজেলা নির্বাহী অফিসার মহোদয় এর কাছে জানতে চাই।
অত্র সংগঠনের সভাপতি পদপ্রার্থী মো: সাদ্দাম হোসাইন বলেন আমাদের অধিকার আদায় না করে আমরা এই জায়গা থেকে অন্য জায়গায় যাব না। অত্র সংগঠনের গুরুত্বপূর্ণ সদস্য মো: আক্কাস বলেন
গত ৩০ নভেম্বর আমাদের স্থানীয় সচেতন মহলের নেতৃবৃন্দরা এসে বলেন আপনারা আগামীকাল ১ ডিসেম্বর রাতে আপনাদের মালামাল নিয়ে চলে যাবেন, তখন আমরা বলি আমরা কোথায় যাব আমাদের বসার জন্য একটা জায়গা নির্ধারণ করে দিন, তখন উনারা বলেন আপনারা আগে উঠে জান তারপর আমরা আপনাদের বসার একটি নিদিষ্ট জায়গা দেখে ব্যবস্থা করব, এই কথা বলে স্থানীয় সচেতন মহল চলে যায়, পরে আমরা উপায় অন্তর না দেখে আজকে প্রতিবাদ সভার আয়োজন করি আমাদের একটাই দাবী আমাদের পূর্নবাসন এবং ক্ষতিপূরণ দেওয়া হোক।
অতীতে এই ধরনের কথা বলে বদরখালীতে প্রকৃত ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা দোকান বরাদ্দ পায়নি আমরা অতীতের মত মুখের কথায় আশ্বস্ত হতে পারব না, আমাদের লিখিত ভাবে নোর্টিশ এবং ক্ষতিপূরণ দিবেন এমন আশ্বাস যদি পাই তখন চলে যাব,অন্যথায় আমাদের এই জায়গা থেকে কোথাও যাব না, দরকার হলে আমরা মানববন্ধন, স্মারক লিপি ও প্রতিবাদ অব্যাহত রাখব। এসময় বদরখালী বাজারের অসংখ্য ব্যবসায়ী ও সচেতন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।