ঢাকা মঙ্গলবার, ২৬শে আগস্ট ২০২৫, ১২ই ভাদ্র ১৪৩২


কমলাপুর স্টেশনে ‘প্রেমের জেরে’ নারীকে কুপিয়ে হত্যা


প্রকাশিত:
২৬ আগস্ট ২০২৫ ১৩:১৪

কমলাপুর রেলস্টেশন। ছবি: সংগৃহীত

রাজধানীর কমলাপুর রেলস্টেশনে শ্যামলী (৩০) নামের এক নারীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। প্রেমের সম্পর্কে অবনতির কারণে এই ঘটনা ঘটানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

মঙ্গলবার দিবাগত রাত ১টার দিকে মুমূর্ষু অবস্থায় ওই নারীকে পুলিশ সদস্যরা উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঢাকা রেলওয়ে থানার (কমলাপুর) উপ-পরিদর্শক (এসআই) আবু হানিফ জানান, রাত সাড়ে ১১টার দিকে তারা খবর পান রেলস্টেশনের ভেতরে ৭ নম্বর প্লাটফর্মের পাশে এক নারীকে এক যুবক ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করেছে। সঙ্গে সঙ্গে সেখানে গিয়ে ওই নারীকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে চিকিৎসক তাকে পরীক্ষা-নিরীক্ষা করে মৃত ঘোষণা করেন। পরে ওই যুবককে আটক করা হয়।

এসআই আরও জানান, নিহতের মুখমন্ডল ও গলায় ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

এদিকে, ঢাকা রেলওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) জয়নাল আবেদীন জানান, নিহত নারীর নাম শ্যামলী। তার বাড়ি নাটোর জেলায়। আর আটক ছেলেটির নাম সুজন। তার বাড়ি পাবনা জেলায়। তাদের মধ্যে প্রেমের সম্পর্ক ছিল।

নিহত শ্যামলী আজিমপুর এলাকায় থাকতেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, প্রেমের সম্পর্কে অবনতির কারণে রেলস্টেশনের ভেতরে ওই নারীকে এলোপাতাড়ি ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে হত্যা করা হয়েছে। বিস্তারিত আরও তদন্ত করে দেখা হচ্ছে।