ঢাকা সোমবার, ১৮ই আগস্ট ২০২৫, ৩রা ভাদ্র ১৪৩২


মালিবাগে শপিং মলে আগুন


প্রকাশিত:
১৭ আগস্ট ২০২৫ ১৬:৪৩

রাজধানীর মালিবাগের হোসাফ শপিং কমপ্লেক্সে আগুন লেগেছে।

মালিবাগের হোসাফ শপিং কমপ্লেক্সে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এসির বাইরের অংশে বিস্ফোরণের কারণে এই ঘটনা ঘটেছে বলে জানা গেছে। 

আজ রবিবার (১৭ আগস্ট) দুপুরে চতুর্থ তলায় এই বিস্ফোরণ ঘটে, সঙ্গে সঙ্গেই কয়েকটি বিকট শব্দ শুনতে পান কমপ্লেক্সেটির ভেতর ও বাইরের লোকজন।

ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, বিস্ফোরণের পরই আগুন ছড়িয়ে পড়ে। তবে তাদের পৌঁছানোর আগেই মার্কেটের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনে। ফায়ার সার্ভিস দাবি করে, ভবনটিতে পর্যাপ্ত অগ্নিনির্বাপক যন্ত্র থাকায় দ্রুত আগুন নিয়ন্ত্রণ করা সম্ভব হয়েছে। তবে ভবনে জরুরি নিরাপত্তা ব্যবস্থা অপর্যাপ্ত বলেও জানান তারা।

গুরুতর নিরাপত্তা ঝুঁকি দেখা গেছে ভবনটিতে। জরুরি বহির্গমণের পথ গোডাউন হিসেবে ব্যবহার করা হচ্ছে। এছাড়া নিচতলার পার্কিংয়ের সিঁড়িপথে অবৈধভাবে খাবারের হোটেল বসানো হয়েছে।

সরেজমিনে দেখা গেছে, চতুর্থ তলার আগুনের ধোঁয়া নিচতলা পর্যন্ত ছড়িয়েছে। একটি ব্যাংকের ভেতরেও ধোঁয়া প্রবেশ করেছে।

ফায়ার সার্ভিসের অভিযোগ, তারা ভবন কর্তৃপক্ষকে একাধিকবার চিঠি দিয়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদারের অনুরোধ করলেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। শপিং কমপ্লেক্সটিতে থ্যালাসেমিয়া ফাউন্ডেশন হাসপাতাল, কোচিং সেন্টার, ব্রিটিশ কাউন্সিলের রেজিস্ট্রেশন সেন্টার, এজেন্সি ও রেস্টুরেন্ট রয়েছে। এছাড়া ৬০ থেকে ৭০টি দোকানের মধ্যে দ্বিতীয় তলায় কাপড়ের দোকান অবস্থিত।

ঘটনাস্থলে গনমাধ্যমকর্মীরা প্রবেশ করতে চাইলে নিরাপত্তার অজুহাতে বাধা দেন ব্যবসায়ীরা। এখনো অগ্নিকাণ্ডের কারণ পরিষ্কার নয়। তবে প্রশ্ন উঠেছে ভবনটির নিরাপত্তা ব্যবস্থা নিয়ে।