শ্যামলীতে চাপাতি দিয়ে ছিনতাই, মোটরসাইকেলসহ গ্রেপ্তার ৩

রাজধানীর শ্যামলীতে চাপাতি দেখিয়ে ছিনতাইয়ের ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। এ সময় ছিনতাইয়ে ব্যবহৃত একটি মোটরসাইকেল ও একটি চাপাতি জব্দ করা হয়েছে।
বৃহস্পতিবার (১৭ জুলাই) ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) উপপুলিশ কমিশনার (মিডিয়া) মুহাম্মদ তালেবুর রহমান এসব তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, ছিনতাইয়ের শিকার এক ভুক্তভোগীর তথ্য ও ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে অভিযুক্তদের শনাক্ত করা হয়। পরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
ডিএমপির এ কর্মকর্তা জানান, গ্রেপ্তারদের বিরুদ্ধে রাজধানীর বিভিন্ন এলাকায় ছিনতাইয়ের একাধিক অভিযোগ রয়েছে। তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।