বিডিআর’র কর্মসূচিতে পুলিশের বাধা, থমথমে কাকরাইল

আওয়ামী লীগের শাসনামলে, বিশেষত পিলখানা হত্যাকাণ্ডের পর চাকরিচ্যুত বিডিআর সদস্যরা তাদের চাকরিতে পুনর্বহালের পাশাপাশি রাষ্ট্রীয় সুযোগ-সুবিধা নিশ্চিত এবং ৩ দফা দাবি আদায়ের জন্য আজ সোমবার সকাল থেকে রাজধানীর শাহবাগ জাদুঘরের সামনে অবস্থান করেন।
বেলা ১১টার দিকে আন্দোলনকারীরা যমুনার দিকে রওনা দেন। কিন্তু কাকরাইল মোড়ে পুলিশের বাধার মুখে পড়েন। পুলিশ তাদের ছত্রভঙ্গ করতে জলকামান, টিয়ার গ্যাস ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে।
অবস্থান কর্মসূচিতে আন্দোলনকারীরা পিলখানা হত্যাকাণ্ডের প্রকৃত অপরাধীদের দ্রুত বিচার এবং ১৬ বছর ধরে কারাগারে থাকা নিরপরাধ বিডিআর সদস্যদের মুক্তির দাবি জানান। এছাড়া তারা ‘বাংলাদেশ রাইফেলস’ নামটি পুনঃস্থাপনের দাবি করেন। দাবি পূরণ না হলে আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দেন তারা।
বর্তমানে কাকরাইল মোড়ে থমথমে পরিস্থিতি বিরাজ করছে।