ঢাকা শনিবার, ৬ই সেপ্টেম্বর ২০২৫, ২২শে ভাদ্র ১৪৩২


ঢাকায় হালকা বৃষ্টির সম্ভাবনা, তাপমাত্রা অপরিবর্তিত


প্রকাশিত:
১১ জুন ২০২৫ ১২:৫২

ফাইল ছবি

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আকাশ বুধবার (১১ জুন) আংশিক মেঘলা থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর। এ সময় এই অঞ্চলে হালকা বৃষ্টি হতে পারে। তবে আকাশ আংশিক মেঘলা এবং হালকা বৃষ্টির সম্ভাবনা থাকলেও এলাকার তাপমাত্রায় এর প্রভাব পড়বে বলে পূর্বাভাসে কিছু জানানো হয়নি।

বুধবার (১১ জুন) সকাল ৭টা থেকে পরবর্তী ছয় ঘণ্টার জন্য ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আবহাওয়া পূর্বাভাসে এ কথা জানানো হয়।

এ ছাড়া দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০–১৫ কিলোমিটার বেগে বাতাস বয়ে যেতে পারে।

আবহাওয়া অধিদফতর বলছে, আজকে দিনের তাপমাত্রা অপরিবর্তিত অর্থাৎ, আগের মতোই থাকতে পারে।

বুধবার সকাল ৬টায় ঢাকা ও আশপাশের এলাকার তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৬ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। আর ঢাকার বাতাসে আর্দ্রতা পরিমাপ করা হয়েছে ৯৩ শতাংশ।

এদিকে গতকাল মঙ্গলবার (১০ জুন) ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৬ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। আর আজকের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৫ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।

গত ২৪ ঘণ্টায় এ অঞ্চলটিতে ২৮ মিলিমিটার বৃষ্টি হয়েছে।