এবার গ্রেপ্তার তাপসের ‘বিশেষ প্রতিনিধি’

বৈষম্যবিরোধী আন্দোলনের হত্যা মামলায় এক ব্যক্তিকে গ্রেপ্তার করে সিআইডি বলছে, ওই ব্যক্তি ঢাকা দক্ষিণ সিটির সাবেক মেয়র ফজলে নূর তাপসের ‘বিশেষ প্রতিনিধি’।
বৃহস্পতিবার ভোরে এস এম কামাল হায়দার নামের ওই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয় বলে সিআইডির এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে। তাকে রাজধানী থেকে ধরার কথা বলা হলেও কোন এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে তা বিজ্ঞপ্তিতে স্পষ্ট করা হয়নি।
সিআইডি বলছে, বৈষম্যবিরোধী আন্দোলনের মধ্যে গত ৪ অগাস্ট ধানমন্ডিতে পাতাম রেস্তোরাঁর সামনে গুলিতে আবদুল্লাহ সিদ্দিক নামে একজন নিহত হন। তদন্তের ধারাবাহিকতায় বিভিন্ন সাক্ষ্য, সিসিটিভি ফুটেজ ও অন্যান্য তথ্যউপাত্ত বিশ্লেষণ করে এস এম কামাল হায়দারের সংশ্লিষ্টতার প্রাথমিক প্রমাণ পাওয়া যায়।
ঘটনার পর থেকে কামাল হায়দার আত্মগোপনে ছিলেন বলে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।
ঢাকা দক্ষিণ সিটির সাবেক মেয়র তাপসের সম্পর্কে ফুফু হন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে তাপসকে প্রকাশ্যে দেখা যায়নি। তিনি আগেই বিদেশে চলে গেছেন বলে আলোচনা আছে।
ছাত্র-জনতার আন্দোলনে সহিংসতা ও প্রাণহানির ঘটনায় যেসব মামলা হয়েছে, তার অনেকগুলোতে তাপস আসামি।