ঢাকা বুধবার, ৯ই এপ্রিল ২০২৫, ২৭শে চৈত্র ১৪৩১


ডাকাতের কবলে সাবেক সমন্বয়ক, নগদ টাকা ও ল্যাপটপ লুট


৫ এপ্রিল ২০২৫ ১২:৩২

আপডেট:
৯ এপ্রিল ২০২৫ ২০:৪৫

মেহেদী সজীব। ছবি: সংগৃহীত

রাজধানীর মগবাজার এলাকায় ডাকাতের কবলে পড়েন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সমাজকর্ম বিভাগের শিক্ষার্থী ও সাবেক সমন্বয়ক মেহেদী সজীব। ডাকাত দল টান দিয়ে তার কাছে থাকা ব্যাগটি ছিনিয়ে নেয়। ব্যাগে ল্যাপটপ, পাসপোর্ট, এয়ারপড, নগদ সাড়ে দশ হাজার টাকা ও প্রয়োজনীয় কিছু কাগজপত্র ছিল।

বৃহস্পতিবার (৩ এপ্রিল) রাত সাড়ে ১১ টায় রাজধানীর মগবাজার এলাকায় এ ঘটনা ঘটে।

মেহেদী সজীব রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সমাজকর্ম বিভাগের ২০১৯-২০ সেশনের শিক্ষার্থী। তিনি স্টুডেন্ট রাইটস অ্যাসোসিয়েশনের সভাপতি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক।

ভুক্তভোগীর সঙ্গে কথা বলে জানা যায়, গত ২৫ মার্চে ঈদের ছুটিতে বাসায় গিয়েছিলেন তিনি। গতকাল বাসা থেকে ক্যাম্পাসে ফিরছিলেন। এসময় রাত সাড়ে ১১টার দিকে তিনি রিকশায় করে আরামবাগ থেকে মগবাজারের দিকে আসছিলেন। রিকশাটি প্রধান বিচারপতির বাসভবন পার করে ডিবি কার্যালয় হয়ে আসছিল। তখনই দুইজনে একটা বাইক নিয়ে এসে পিছন থেকে কাঁধে থাকা ব্যাগটি টান দিয়ে নিয়ে যায়। ব্যাগে ল্যাপটপ, পাসপোর্ট, এয়ারপড, প্রয়োজনীয় কিছু কাগজপত্রসহ নগদ সাড়ে দশ হাজার টাকা ছিল। ঘটনা ঘটার সঙ্গে সঙ্গে তিনি রমনা থানায় অভিযোগ করেন।

এ বিষয়ে জানতে চাইলে ভুক্তভোগী মেহেদী সজীব বলেন, বৃহস্পতিবার রাত সাড়ে ১১টায় এ ঘটনা ঘটে। এটা খুবই দুঃখজনক ঘটনা। ঘটনা ঘটার পরপরই পুলিশের শরণাপন্ন হই এবং পুলিশকে প্রয়োজনীয় তথ্য দিয়েছি। ল্যাপটপে বিভিন্ন ধরনের ডকুমেন্টস ছিল, রিসার্চের ডেটা ছিল, এগুলোই বেশি গুরুত্বপূর্ণ। আমি আমার গুরুত্বপূর্ণ নথিপত্র ও অন্যান্য সামগ্রী ফিরে পাওয়ার জন্য আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তা চাই।'

রমনা থানা পুলিশের একজন দায়িত্বশীল কর্মকর্তা বলেন, ‘আমরা ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করছি এবং অপরাধীদের শনাক্ত করতে আশপাশের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করা হচ্ছে। এই ধরনের ঘটনা প্রতিরোধে আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে।’