খিলক্ষেতে ধর্ষণের অভিযোগে যুবককে মারধর, পুলিশের ওপর হামলা

রাজধানীর খিলক্ষেত এলাকায় ধর্ষণের অভিযোগে এক যুবককে পিটিয়ে আহত করেছেন স্থানীয় বাসিন্দারা।
ওই যুবককে থানা হেফাজতে নিতে গিয়ে বিক্ষুব্ধ জনতার হামলায় সাত পুলিশ সদস্য আহত হয়েছেন। এ সময় তারা পুলিশের পিকআপ ভ্যানও ভাঙচুর করেন।
মঙ্গলবার দিবাগত রাত ১১টার দিকে খিলক্ষেত বাজারে এই ঘটনা ঘটে।
খিলক্ষেত থানা পুলিশ জানিয়েছে, ধর্ষণের অভিযোগে স্থানীয় বাসিন্দারা এক যুবককে মারধর করছেন—এমন তথ্যের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থলে যায়। ওই যুবককে গাড়িতে করে থানায় নেওয়ার সময় খিলক্ষেত বাজারে শতাধিক লোক পুলিশের ওপর অতর্কিত হামলা চালায়। তারা পুলিশের গাড়ি ভাঙচুর করেন।
হামলায় খিলক্ষেত থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন, পরিদর্শক (তদন্ত) আশিকুর রহমান, তিনজন উপপরিদর্শক (এসআই), একজন কনস্টেবল ও গাড়িচালক আহত হয়েছেন। বর্তমানে তারা কুর্মিটোলা হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। ওই যুবককেও উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে, জানিয়েছে পুলিশ।