ঢাকা সোমবার, ১৩ই অক্টোবর ২০২৫, ২৯শে আশ্বিন ১৪৩২


ভালুকা উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক মোর্শেদ আলম'র অর্থায়নে ১০ হাজার শাড়ি-লুঙ্গি বিতরণ


প্রকাশিত:
১২ অক্টোবর ২০২৫ ১৮:৫৫

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও ভালুকা উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক মোহাম্মদ মোর্শেদ আলমের ব্যক্তিগত উদ্যোগে অসহায় ও অস্বচ্ছল নারী-পুরুষের মাঝে শাড়ি ও লুঙ্গি বিতরণ করা হয়েছে।

শনিবার (১১ অক্টোবর) ভালুকা পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের কাঠালী বাঘরাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ উপলক্ষে এক আলোচনা সভা ও বস্ত্র বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

আয়োজনে সভাপতিত্ব করেন ভালুকা পৌর বিএনপির আহবায়ক হাতেম খান এবং পরিচালনা করেন পৌর বিএনপির সদস্য আমিনুল ইসলাম। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ মোর্শেদ আলম।

অনুষ্ঠানে জানানো হয়, পৌরসভার ৯টি ওয়ার্ডে মোট ৬ হাজার শাড়ি ও ৪ হাজার লুঙ্গি বিতরণ করা হয়। এই কর্মসূচির মাধ্যমে স্থানীয় অসহায় মানুষদের সহায়তা করার পাশাপাশি দলীয় নেতাকর্মীদের সঙ্গে পুনরায় যোগাযোগ জোরদার করা হচ্ছে।

প্রধান অতিথির বক্তব্যে মোর্শেদ আলম বলেন, বিগত সাড়ে ১৭ বছর আমরা আপনাদের কাছে আসতে পারিনি। এখন দেশ স্বৈরাচার মুক্ত হয়েছে। নিয়মিত আপনাদের সঙ্গে দেখা হবে, কথা হবে। পর্যায়ক্রমে তারেক রহমানের পক্ষ থেকে আরও উপহার নিয়ে আসব। তিনি আরও বলেন, “বিএনপি জনগণের দল। আমরা জনগণের সুখে-দুঃখে পাশে আছি এবং থাকব।”

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক সালাউদ্দিন আহমেদ, মজিবুর রহমান মজু, রুহুল আমিন, নাসির উদ্দিন সরকার, জহির রায়হান, শ্রী স্বপন বনিক, সিরাজুল ইসলাম ঢালী, তাহের ফকির, সাইফ উল্লাহ চৌধুরী, সৌমিক হাসান সোহাগ, শাহ মো. সুজন, কায়সার আহমেদ কাজল ও সাবেক কাউন্সিলর আমান উল্লাহ তাজুন প্রমুখ।

অনুষ্ঠান শেষে শত শত নারী-পুরুষের মাঝে শাড়ি ও লঙ্গি বিতরণ করা হয়। স্থানীয়ভাবে এ উদ্যোগকে ইতিবাচকভাবে গ্রহণ করেছেন সাধারণ মানুষ।