ঢাকা সোমবার, ১৩ই অক্টোবর ২০২৫, ২৯শে আশ্বিন ১৪৩২


নকলায় নেতাকর্মীদের সাথে মাজহারুল ইসলাম বাবুর মতবিনিময় সভা


প্রকাশিত:
১২ অক্টোবর ২০২৫ ১৮:৪৭

শেরপুরের নকলায় শেরপুর-২ (নকলা-নালিতাবাড়ী) আসনের বিএনপি হতে এমপি মনোনয়ন প্রার্থী এডভোকেট মাজহারুল ইসলাম বাবু স্থানীয় নেতাকর্মীদের সাথে মতবিনিময় সভা করেছেন৷ শুক্রবার রাতে নকলা পৌরসভার অস্থায়ী কার্যালয়ে স্থানীয় নেতাকর্মীদের আয়োজনে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলদেশ জাতীয়তাবাদী দল (বিএনপির) কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সহ-সাধারণ সম্পাদক, কেন্দ্রীয় যুবদলের সাবেক সহ-সাধারণ সম্পাদক, বাংলদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সহ-সাধারণ সম্পাদক ও শেরপুর জেলা বিএনপির অন্যতম সদস্য শেরপুর-২ (নকলা-নালতিাবাড়ী) আসনের ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী এডভোকেট মাজহারুল ইসলাম বাবু। সভায় উপজেলা, ইউনিয়ন, পৌরসভা ও ওয়ার্ড পর্যায়ের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন৷

এসময় শহর বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক আনিছুর রহমান আনিছ, সাবেক সদস্য ফিরুজ সরকার, শহর যুবদলের যুগ্ম আহবায়ক মীর হাসান, মেহেদী হাসান মিন্টু ও কামরুল হাসান, উপজেলা সেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক শেখ ফরিদ, শহর ছাত্রদলের যুগ্ম আহবায়ক নাহিদুল ইসলাম রিজন, ওয়ার্ড যুবদলের আহবায়ক মিশকাত হোসেন আকাশ, পাঠাকাটা ইউনিয়ন যুবদলের যুগ্ম আহবায়ক জাহিদুল ইসলাম সোহেল ও জজ মিয়া, টালকী ইউনিয়ন যুবদলের যুগ্ম আহব্বায়ক সুমন মিয়া ও মাফিজুল ইসলাম, উপজেলা শ্রমিকদলের সাবেক শিক্ষার্থীদের যুগ্ম আহবায়ক ছোরহাব আলীসহ স্থানীয় নেতাকর্মী ও সমর্থকগন উপস্থিত ছিলেন৷