বেলকুচি উপজেলায় দৌলতপুর ইউনিয়নে যুব সমাবেশ অনুষ্ঠিত

সিরাজগঞ্জ-৫ (বেলকুচি-চৌহালী) আসনের দৌলতপুর ইউনিয়নের নবীন-প্রবীণ যুবকদের নিয়ে এক প্রাণবন্ত নির্বাচনী যুব সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৫ সেপ্টেম্বর) বিকাল ৩টায় চর নবীপুর কান্দাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে এ সমাবেশের আয়োজন করা হয়।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও নায়েবে আমীর, সিরাজগঞ্জের প্রিয় নেতা অধ্যক্ষ মোঃ আলী আলম নোমিনী। তিনি তাঁর বক্তব্যে বলেন— যুব সমাজই হলো আগামী দিনের নেতৃত্বের মূল চালিকা শক্তি। আদর্শের ভিত্তিতে ঐক্যবদ্ধ থেকে মানুষের কল্যাণে কাজ করলে কোনো শক্তিই আমাদের থামাতে পারবে না।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- জননেতা আরিফুল ইসলাম সোহেল, আমীর, বেলকুচি উপজেলা; অধ্যাপক নূর-উন-নবী সরকার, নায়েবে আমীর; মাওলানা আবুল হোসাইন ভূঁইয়া, সভাপতি যুব বিভাগ বেলকুচি উপজেলা; এবং মাওলানা সাইদুল ইসলাম মোতাহার, আমীর দৌলতপুর ইউনিয়ন।
সভায় সভাপতিত্ব করেন জনাব আব্দুর রহমান, সভাপতি দৌলতপুর ইউনিয়ন বিভাগ। তিনি যুব সমাজকে সংগঠিত করে দেশ ও সমাজের উন্নয়নে অগ্রণী ভূমিকা পালনের আহ্বান জানান।
বক্তারা বলেন, দেশের চলমান সংকট মোকাবিলায় সুশৃঙ্খল ও আদর্শবান যুবকদের বিকল্প নেই। যুব সমাজকে সচেতন করে দেশকে সঠিক পথে এগিয়ে নিতে হবে।
সমাবেশে ইউনিয়নের বিভিন্ন ভোট কেন্দ্র থেকে আগত যুব কমিটির সভাপতি, সম্পাদক ও সদস্যরা উচ্ছ্বাসের সঙ্গে অংশগ্রহণ করেন। অনুষ্ঠান শেষে একাত্মতার শপথ গ্রহণের মাধ্যমে সমাবেশের কার্যক্রম শেষ হয়।