ঢাকা শনিবার, ৬ই সেপ্টেম্বর ২০২৫, ২২শে ভাদ্র ১৪৩২


বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল ধুকুরিয়াবেড়া ইউনিয়ন শাখার কর্মী সভা অনুষ্ঠিত


প্রকাশিত:
৫ সেপ্টেম্বর ২০২৫ ২২:০২

সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার ধুকুরিয়াবেড়া ইউনিয়ন শাখার উদ্যোগে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবকদলের এক কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৫ই সেপ্টেম্বর) বিকাল ৩টায় কলাগাছি মাদ্রাসা মাঠে এ কর্মী সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন বেলকুচি উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জনাব মোঃ নূরে আলম। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক জনাব মোঃ আহসান হাবীব উজ্জল।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জনাব মোঃ আলী জোয়াদ্দার, যুগ্ম আহ্বায়ক, সিরাজগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দল, জনাব মোঃ আব্দুল মতিন, যুগ্ম আহ্বায়ক, সিরাজগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দল, জনাব মোঃ রবিউল ইসলাম তুষার, সদস্য, সিরাজগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দল, জনাব মোঃ রহিচ উদ্দিন ব্যাপারী, যুগ্ম আহ্বায়ক, বেলকুচি উপজেলা স্বেচ্ছাসেবক দল, জনাব মোঃ জাহিদুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক, বেলকুচি উপজেলা স্বেচ্ছাসেবক দল, জনাব মোঃ আব্দুল মতিন, যুগ্ম আহ্বায়ক, বেলকুচি উপজেলা স্বেচ্ছাসেবক দল, জনাব মোঃ আব্দুল লতিফ, যুগ্ম আহ্বায়ক, বেলকুচি উপজেলা স্বেচ্ছাসেবক দল, জনাব মোঃ জহুরুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক, বেলকুচি উপজেলা স্বেচ্ছাসেবক দল, জনাব মোঃ হাফিজুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক, বেলকুচি উপজেলা স্বেচ্ছাসেবক দল, জনাব মোঃ আজিজুল হক, যুগ্ম আহ্বায়ক, বেলকুচি উপজেলা স্বেচ্ছাসেবক দল, জনাব মোঃ রাসেল সরকার, যুগ্ম আহ্বায়ক, বেলকুচি উপজেলা স্বেচ্ছাসেবক দল,জনাব মোঃ খায়রুল ইসলাম আইয়ুব, সদস্য সচিব, বেলকুচি উপজেলা স্বেচ্ছাসেবক দল, জনাব মোঃ আল-আমিন, সদস্য সচিব, বেলকুচি উপজেলা স্বেচ্ছাসেবক দল জনাব মোঃ রাজিব আহসান, সিনিয়র যুগ্ম আহ্বায়ক, বেলকুচি উপজেলা স্বেচ্ছাসেবক দল।

সভায় প্রধান বক্তা ছিলেন বেলকুচি উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব জনাব মোঃ খায়রুল ইসলাম আইয়ুব। সভার সঞ্চালনায় ছিলেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক জনাব মোঃ রাজিব আহসান।

বক্তারা সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। তারা বলেন, স্বেচ্ছাসেবক দল হচ্ছে বিএনপির প্রাণ, আর এই দলের কর্মীরা গণতান্ত্রিক আন্দোলনের অগ্রভাগে থেকে সবসময় দেশ ও জনগণের অধিকার আদায়ে লড়াই করে আসছে।

আয়োজনে ছিলেন— বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবকদল, ধুকুরিয়াবেড়া ইউনিয়ন শাখা।