বেলকুচি উপজেলায় বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে জনসমাবেশ অনুষ্ঠিত

সিরাজগঞ্জ জেলা বেলকুচি উপজেলায় বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে জনসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ৩ সেপ্টেম্বর (বুধবার) বিকালে সমেশপুর উচ্চবিদ্যালয় মাঠে রাজাপুর ইউনিয়ন বিএনপি-র আয়োজনে জনসমাবেশে সভাপতিত্ব করেন বেলকুচি উপজেলা বিএনপি-র সাবেক সদস্য সচিব বনি আমিন।
রাজাপুর ইউনিয়ন বিএনপি-র সাধারণ সম্পাদক আলাউদ্দিন খান আলো এ-র সঞ্চালনায় বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে জনসমাবেশে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপি-র রাজশাহী বিভাগের সহ সাংগঠনিক সম্পাদক ও জেলা বিএনপি-র সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক আমিরুল ইসলাম খান (আলিম)।
বিএনপি-র প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে জনসমাবেশ প্রধান বক্তব্য হিসাবে বক্তব্য রাখেন ঢাকা জেলা বিএনপি-র সাধারণ সম্পাদক এ্যাডভোকেট.নিপুণ রায় চৌধুরী,জনসমাবেশ এসময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সাবেক সভাপতি হাজী জামাল উদ্দিন ভূঁইয়া, উপজেলা শাখার বিএনপি`র সাবেক সাধারণ সম্পাদক হাজী আব্দুর রাজ্জাক মন্ডল,বেলকুচি উপজেলা বিএনপি-র সাবেক আহবায়ক নূরুল ইসলাম গোলাম, জেলা বিএনপি-র উপদেষ্টা অধ্যক্ষ আব্দুল মান্নান সরকার, জেলা বিএনপির সদস্য গোলাম আজম,বেলকুচি পৌর বিএনপির সাবেক আহ্বায়ক হাজী আলতাফ হোসেন প্রামাণিক, বেলকুচি উপজেলা বিএনপির সাবেক সদস্য কেরামত আলী তালুকদার, বেলকুচি পৌর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম শফি, রাজাপুর ইউনিয়ন বিএনপি-র সাবেক সভাপতি সাইফুল ইসলাম, রাজাপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি জব্বার আকন্দ। রাজাপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ওয়াদুদ তুহিন সহ বেলকুচি উপজেলা,ও পৌর বিএনপি`র সকল অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ ।