ঢাকা শনিবার, ৬ই সেপ্টেম্বর ২০২৫, ২২শে ভাদ্র ১৪৩২


নকলায় বিএনপি’র ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভা ও বর্ণাঢ্য র‌্যালি


প্রকাশিত:
৪ সেপ্টেম্বর ২০২৫ ০০:০৭

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে শেরপুরের নকলায় উপজেলা বিএনপি ও শহর বিএনপির যৌথ আয়োজনে আলোচনা সভা ও বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত হয়েছে।

বুধবার বিকেলে ঢাকা-শেরপুর মহাসড়ক সংলগ্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দক্ষিণ পাশের মাঠে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভার পরে বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য ও জেলা বিএনপির যুগ্মআহবায়ক প্রকৌশলী ফাহিম চৌধুরী’র নেতৃত্বে একটি বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত হয়।

উপজেলা বিএনপির সাবেক আহবায়ক মো. খোরশেদুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির সদস্য ও জেলা বিএনপির যুগ্ম আহবায়ক আগামী জাতীয় সংসদ নির্বাচনে শেরপুর-২ (নকলা-নালিতাবাড়ী) আসনে বিএনপির দলীয় মনোনয়ন প্রত্যাশী প্রকৌশলী ফাহিম চৌধুরী।

জেলা বিএনপির সাবেক সদস্য এনামুল হক রিপনের সঞ্চালনায় সভায় আরো বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা মাহমুদুল হক দুলাল, যুগ্ম আহ্বায়ক মো. মহিউদ্দিন মুক্তার, মো. মোজাম্মেল হক, মোনায়েম খাঁ, ই¯্রাফিল খলিল, মোবাশ্বের আলী (টুটন) চৌধুরী, মো. বেলায়েত হোসেন, উপজেলা বিএনপির সদস্য রাব্বেনূর চৌধুরী, মো. সাইদুল ইসলাম, টালকী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোজাফফর মহিউদ্দিন বুলবুল, সাবেক ছাত্রনেতা উপজেলা বিএনপির সাবেক সদস্য মোহাম্মদ আব্দুল্লাহ চৌধুরী, উপজেলা যুবদলের আহবায়ক মো. শফিউল আলম পলাশ, সদস্য সচিব মো. মুরাদুজ্জামান মাসুম, যুবদল নেতা জহিরুল ইসলাম কেশ ও রুবেল, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. মোবারক হোসেন মিন্টু, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আলমগীর হোসেন, উপজেলা কৃষক দলের আহবায়ক রফিকুল ইসলাম রফিক, পৌর কৃষক দলের আহবায়ক মনিরুজ্জামান মনির ও সদস্য সচিব নজিবুর রহমান নয়ন, জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি রাফিকুল হাসান রবিন, উপজেলা ছাত্রদল নেতা মো. আফজাল হোসেন ও পৌর ছাত্রদলের আহবায়ক মো. সারোয়ার হোসেন অভি প্রমুখ।

বক্তারা বলেন, অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে গত দেড়যুগব্যাপী গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে শহীদদের আত্মদান সার্থক হবে। বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর শুভলগ্নে অঙ্গীকার- দেশজুড়ে যেন আর কখনো গুম, গুপ্তহত্যা, বিচারবহির্ভূত হত্যা, নারী ও শিশুদের ওপর পৈশাচিকতা, সন্ত্রাস, চাঁদাবাজি, দুর্নীতি, টাকা পাচারের মতো ঘৃণ্য বিভীষিকার পুনরাবৃত্তি না হয়। যে কোনো মূল্যে নতুনভাবে আবির্ভূত মব সংস্কৃতির অবসান ঘটাতে হবে। কারণ এটি আইন বহির্ভূত একটি হিংসাত্মক আচরণ, যা জনমনে ভীতি ও আতঙ্ক তৈরি করে। তাই সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধ ভাবে দেশ গঠনের আহবান জানান তারা।

আলোচনা সভার পরে র‌্যালি অনুষ্ঠিত হয়। র‌্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এসময় উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন বিএনপি এবং মহিলা দলের বিভিন্ন শাখা কমিটির নেতাকর্মীসহ অন্যান্য অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।