শেরপুরে বিএনপির ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

গৌরব ঐতিহ্য সংগ্রাম ও সাফল্য এ প্রতিপাদ্যকে সামনে রেখে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে শেরপুর জেলা বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও র্যালি অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১ সেপ্টেম্বর) বিকেলে শেরপুর শহরের প্রান কেন্দ্র নিউ মার্কেটে বিএনপি অফিসের কার্যালয়ের সামনে থেকে একটি র্যালি বের হয়ে শেরপুর শহরের প্রধান প্রধান সড়ক প্রদর্শন করে।
এ প্রতিষ্ঠা বার্ষিকির আলোচনা সভায় সভাপতিত্ব করেন শেরপুর জেলা বি এন পির আহ্বায়ক আলহাজ্ব এডভোকেট সিরাজুল ইসলাম। সঞ্চালনায় ছিলেন সদস্য সচিব অধ্যক্ষ এবি এম মামুনর রশিদ পলাশ আরো উপস্থিত ছিলেন জেলা বি এনপির যুগ্ন আহ্বায়ক ও শেরপুর জেলা ও দায়রা জজ আদালতের পিপি মোহাম্মদ আব্দুল মান্নান, জেলা বিএপির যুগ্ম আহ্বায়ক ফাহিম চৌধুরী,জেলা বি এনপির যুগ্ন আহ্বায়ক ও জেলা যুবদলের সভাপতি শফিকুল ইসলাম মাসুদ, জেলা বিএনপির যুগ্ন আহ্বায়ক আবু রায়হান রুপম, জেলা বিএনপির যুগ্ন আহ্বায়ক কামরুল হাসান, শেরপুর জেলা বি এনপির সদস্য এস এম শহিদুল ইসলাম সহ শেরপুর জেলার সকল নেতা ও কর্মি গন এ প্রতিষ্ঠা বার্ষিকিতে উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা বলেন, বিএনপি সব সময় দেশের সংকটময় পরিস্থিতি উত্তরণে ভূমিকা রেখেছে এবং গণতন্ত্র প্রতিষ্ঠায় অগ্রণী ভূমিকা পালন করেছে। তারা বিএনপিকে ফ্যাসিবাদবিরোধী একমাত্র দল আখ্যায়িত করে বলেন, বিএনপিকে নিয়ে একটি মহল চক্রান্ত চালাচ্ছে। কোনো নেতাকর্মী যেন এ ধরনের চক্রান্তকারীদের আশ্রয়-প্রশ্রয় না দেয় সে বিষয়ে সজাগ থাকার আহ্বান জানান তারা।
বক্তারা আরও বলেন, মানুষের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার জন্যই বিএনপির জন্ম হয়েছে। জুলাই বিপ্লবে দলের অবদান স্মরণ করে তারা অভিযোগ করেন, স্বাধীনতার বিপক্ষ একটি শক্তি নির্বাচন বানচালের পাঁয়তারা করছে। বক্তারা দৃঢ়তার সঙ্গে উল্লেখ করেন, তারেক রহমান নির্দেশে আমরা একত্রিশ দফা বাস্তবায়নের লক্ষে কাজ করে যাচ্ছি। শেরপুর জেলা বি এনপির আহ্বায়ক এডভোকেট আলহাজ্ব সিরাজুল ইসলাম বলেন আমরা বিএনপির রাজনৈতিক নিতি বিশ্বাস করি তাই এ শেরপুরে যাকে বি এন পি আসন্ন সংসদ নির্বাচনে নমিনেশন দিবে আমরা তার পক্ষেই কাজ করব এবং বিজয়ের আলোতে আলকিত হব ইনশাআল্লাহ।
সভায় ষড়যন্ত্রকারীদের প্রতিহত করতে ঐক্যবদ্ধ থাকার ওপর গুরুত্বারোপ করা হয় এবং পরিশেষে আসন্ন জাতীয় নির্বাচনের জন্য নেতাকর্মীদের প্রস্তুতি নেয়ার আহ্বান জানান বক্তারা।