ফজলুর রহমানের পদ স্থগিত করল বিএনপি

‘কুরুচিপূর্ণ ও বিভ্রান্তিকর’ বক্তব্যের জেরে ফজলুর রহমানের পদ তিন মাসের জন্য স্থগিত করেছে বিএনপি। মঙ্গলবার (২৬ আগস্ট) সন্ধ্যায় দলটির একটি সূত্র তথ্যটি নিশ্চিত করে।
মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ফজলুর রহমান বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পদে আছেন। তার বিরুদ্ধে জুলাই-অগাস্টের গণঅভ্যুত্থান নিয়ে ‘কুরুচিপূর্ণ ও বিভ্রান্তিকর’ বক্তব্য দেওয়ার অভিযোগ উঠলে তাকে কারণ দর্শানোর নোটিশ দেয় দলটি।
কিন্তু শোকজের জবাব সন্তোষজনক না হওয়ায় দল তার পদ স্থগিতের শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করে বলে বিএনপির সূত্রটি জানায়।