জবি ছাত্রদল নেতা শাহরিয়ারের উদ্যোগে শহীদ সাজিদের স্মরণে খাবার বিতরণ

২০২৪ সালের জুলাই-আগস্ট গণ-অভ্যুত্থানে শহীদ ইকরামুল হক সাজিদের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) গরিব, অসহায় ও দুস্থ মানুষের মাঝে খাবার বিতরণ করা হয়েছে। জবি শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মো. শাহরিয়ার হোসেনের উদ্যোগে এই কর্মসূচি পালিত হয়।
বৃহস্পতিবার (১৪ আগস্ট) জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ও এর আশপাশের এলাকায় এই খাবার বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। জবি ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান হিমেল এবং সদস্য সচিব শামসুল আরেফিনের নির্দেশনায় এই উদ্যোগ নেওয়া হয়। এর মাধ্যমে শহীদ সাজিদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানানোর পাশাপাশি সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর বার্তা দেওয়া হয়।
কর্মসূচির বিষয়ে জবি ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মো. শাহরিয়ার হোসেন বলেন, "শহীদ সাজিদের প্রথম মৃত্যুবার্ষিকী আমাদের জন্য একটি আবেগঘন মুহূর্ত। মরহুম শহীদ সাজিদের আত্মত্যাগ আমাদেরকে দায়িত্বশীলতার পাঠ দেয়। আল্লাহ তাকে জান্নাতের উচ্চ মাকাম দান করুক। আমরা এই খাবার বিতরণ কর্মসূচির মাধ্যমে সমাজের অসহায় মানুষদের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি। এটি শুধু খাবার বিতরণ নয়, বরং শহীদদের প্রতি আমাদের শ্রদ্ধা এবং সাজিদের আদর্শের প্রতি আমাদের প্রতিশ্রুতির প্রকাশ। আমরা এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখব।"
জবি ছাত্রদলের সদস্য সচিব শামসুল আরেফিন বলেন, "জুলাই গণ-অভ্যুত্থান ছিল আমাদের ঐক্যবদ্ধ সংগ্রামের একটি গৌরবময় অধ্যায়। শহীদ সাজিদের মতো বীরদের রক্তের বিনিময়ে আমরা স্বৈরাচারের বিরুদ্ধে বিজয় অর্জন করেছি। তাদের এই ত্যাগকে আমরা কখনো ভুলব না। শাহরিয়ারের খাবার বিতরণের এই উদ্যোগ আমাদের সেই প্রতিশ্রুতিরই একটি অংশ।"
জবি ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান হিমেল বলেন, "শহীদ ইকরামুল হক সাজিদ আমাদের জন্য এক অনুপ্রেরণার নাম। তার আত্মত্যাগ জুলাই গণ-অভ্যুত্থানকে সফল করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। শাহরিয়ার তার প্রথম মৃত্যুবার্ষিকীতে গরিব ও অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে তার প্রতি শ্রদ্ধা জানিয়েছে। এই কর্মসূচি আমাদের ঐক্য ও মানবিক মূল্যবোধের প্রতিফলন।"
জবি ছাত্রদলের এই মানবিক উদ্যোগকে সুবিধাবঞ্চিত মানুষেরা স্বাগত জানিয়েছেন এবং শহীদ সাজিদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে তার আত্মার মাগফিরাত কামনা করেন।